প্রথম পছন্দ ছিল জাবি আলোনসো। এই স্প্যানিয়ার্ড না করে দেওয়ার পর লিভারপুল যোগাযোগ করে আরও কজনের সঙ্গে। শেষ পর্যন্ত ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে আর্নে স্লটকেই বেছে নেয় তারা।
ইংলিশ মিডিয়া এই খবর আগে জানিয়ে দিলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি লিভারপুল। এমনকি খোদ ৪৫ বছর বয়সী ডাচ কোচ স্লটও জানিয়েছিলেন লিভারপুলে যোগ দেওয়ার কথা। রবিবার নিজের বিদায়ী আয়োজনে ক্লপও গান ধরেছিলেন স্লটের নামে।
তাই আর লুকোচুরি না করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ করা পোস্টে লিভারপুল ঘোষণা করল স্লটের নিয়োগের কথা, ‘‘আমরা ঘোষণা করছি ক্লাবের নতুন প্রধান কোচ হতে চুক্তিতে রাজি হয়েছেন আর্নে স্লট। ওয়ার্ক পারমিট পাওয়া গেলে ১ জুন ২০২৪ থেকে তিনি দায়িত্ব নেবেন আনুষ্ঠানিকভাবে।’’
বিবিসি জানিয়েছে চুক্তিটা ৩ বছরের। সে সঙ্গে এও জানিয়েছে স্লটকে পেতে তার ক্লাব ফেইনুর্ডকে ৯.৪ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে লিভারপুল। গত মৌসুমে তার হাত ধরে ডাচ শীর্ষ লিগ জিতেছিল ফেইনুর্ড। এবার তারা জিতেছে ডাচ কাপ আর লিগে হয়েছে রানার্সআপ।
স্লটকে পেতে চেয়েছিল টটেনহামও। তবে ইংলিশ ফুটবলে যোগ দেওয়ার স্বপ্ন দেখা স্লট বেছে নিলেন লিভারপুলকে।