ইউরোপিয়ান লিগের ফল
লিভারপুল ২ : ০ ব্রেন্টফোর্ড
উলভারহ্যাম্পটন ২ : ৬ চেলসি
বোর্নমাউথ ১ : ১ নিউক্যাসল
তোরিনো ২ : ১ আতালান্তা
নাপোলি ৩ : ০ বোলোনিয়া
উলফসবুর্গ ২ : ৩ বায়ার্ন মিউনিখ
অ্যানফিল্ডে অভিষেক হলো লিভারপুলের নতুন কোচ আর্নে স্লটের। অভিষেক ম্যাচটা স্মরণীয়ও করে রেখেছে অল রেডরা। প্রিমিয়ার লিগে লুইজ দিয়াজ ও মো সালাহর গোলে ব্রেন্টফোর্ডকে ২–০ ব্যবধানে হারিয়েছে তারা।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে গোল উৎসব করেছে চেলসি। নোনি মাদুয়েকের হ্যাটট্রিকে উলভারহ্যাম্পটনকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে তারা। এছাড়া নিউক্যাসল ১-১ গোলে ড্র করেছে বোর্নমাউথের সঙ্গে।
নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২–০ গোলে হারা চেলসি গুঁড়িয়েই দেয় উলভারহ্যাম্পটনকে। হ্যাটট্রিক করেছেন নোনি মাদুয়েকে। অন্য তিন গোল নিকোলাস জ্যাকসন, কোল পালমার ও জোয়াও ফেলিক্সের। উলভারহ্যাম্পটনের হয়ে গোল দুটি করেছেন মাথেউস কুনিয়া ও ইয়োর্গেন স্ট্রান্ড লারসেন।
২২ বছর বয়সী ফরোয়ার্ড মাদুয়েকের তিন গোলের অ্যাসিস্টই কোল পালমারের। ম্যাচ শেষে সতীর্থটিকে প্রশংসায় ভাসান মাদুয়েকে, ‘‘পালমার বরফের মতো ঠান্ডা আর আমি আগুন। ঠিক সময়ে ঠিক পাস দেওয়ার অসাধারণ ক্ষমতা আছে ওর। আমি হ্যাটট্রিকের কথা ভেবেই নেমেছিলাম, তবে এর চেয়ে বেশি ভেবেছি দলকে জয়ে ফেরানো নিয়ে।’’
ইপসউইচ টাউনের মাঠে লিগে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। এবার নিজেদের মাঠে স্লটের অভিষেকেও ব্রেন্টফোর্ডকে হারাল একই ব্যবধানে। ১৩ মিনিটে অল রেডদের এগিয়ে নেন লুইজ দিয়াজ।
প্রতিপক্ষের কর্নার রুখে দিয়ে দ্রুত বল পায়ে এগিয়ে মাঝমাঠের কাছ দিয়াজকে খুঁজে নিয়েছিলেন দিয়োগো জোতা। ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৭০ মিনিটে অপর গোলটি মো সালাহর। দিয়াজের পাস পেয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান তিনি।