ফল
লিভারপুল ০ : ১ ক্রিস্টাল প্যালেস
আর্সেনাল ০ : ২ অ্যাস্টন ভিলা
ইয়ুর্গেন ক্লপের বিদায়ী মৌসুম এটা। মো সালাহরা ট্রেবল জিতে বিদায় জানাতে চেয়েছিলেন প্রিয় কোচকে। সেই স্বপ্নে বড় ধাক্কা খেল লিভারপুল। প্রিমিয়ার লিগে আজ (রবিবার) অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১–০ গোলে হেরে গেছে তারা।
অথচ এই ক্রিস্টালের প্যালেসের সঙ্গে ২০১৭ সালের এপ্রিলের পর কোনো ম্যাচ হারেনি লিভারপুল। সময়টা খারাপ চলায় পয়েন্ট তালিকার ১৪ নম্বরে থাকা দলটাও হতাশায় ডোবাল লিভারপুলকে।
একই দিনে হেরে গেছে আর্সেনালও। এমিরেটসে তাদের ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা।
দুটো গোলই ম্যাচের একেবারে শেষ বেলায়। ৮৪ মিনিটে লিয়ন বেইলি আর ৮৭ মিনিটে অপর গোলটি অলি ওয়াটকিনসনের। তাতে লিভারপুলের মত শিরোপা দৌড়ে ধাক্কা খেল আর্সেনালও।
৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন তিন নম্বরে। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচে আর্সেনাল দুইয়ে আছে ৭১ পয়েন্ট নিয়ে। লিভারপুলের সমান পয়েন্ট হলেও তারা এগিয়ে গোল গড়ে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে ২–২ ড্রর পর ইউরোপায় আতালান্তার কাছে ৩–০ গোলে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল। আজ টানা তৃতীয় ম্যাচ জয় বঞ্চিত রইল ক্লপের দল। অথচ তারা সুযোগ নষ্ট করে গেছে একের পর এক।
১৪ মিনিটে প্যালেস এগিয়ে গিয়েছিল এবেরেসি এজের গোলে। বাঁদিক থেকে টাইরিক মিচেলের কাট ব্যাকে আট গজ দূর থেকে জালে জড়ান তিনি। আলিসনকে একা পেয়ে জ্যাঁ-ফিলিপ মাতেতার নেওয়া শট অ্যান্ডি রবার্টসন গোললাইন থেকে না ফেরালে বিরতির আগেই ২-০’তে এগিয়ে যেতে পারত সফরকারীরা
পিছিয়ে পড়া লিভারপুল এরপর বইয়ে দেয় আক্রমণের ঢেউ। কিন্তু গোল আর আদায় করতে পারেনি। ২৮ মিনিটে ওয়াতাররু এন্দোর শট ফিরে পোস্টে লেগে। ৫৫ মিনিটে কর্নারের পর ফন ডাইকের ফ্লিকে ছোট ডি বক্সের মাথায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন দারউইন নুনিয়েজ। প্যালেস গোলকিপার ডিন হেন্ডারসন হাঁটু বাড়িয়ে হতাশ করেন তাকে।
Liverpool vs Crystal Palace:
— Anything Liverpool (@AnythingLFC_) April 14, 2024
21 shots
6 shots on target
4 big chances
4 big chances missed
2.87xG pic.twitter.com/3ywzE56Hxz
৭৩ মিনিটে দিয়েগো জোতা গোলকিপারকে প্রায় একা পেয়েও তাড়াহুড়া করতে গিয়ে বল মারেন তার গায়ে! এভাবেই ৭০ শতাংশ বলের দখল রেখে খেলে ২১টি শট পোস্টে নিয়ে গোল পায়নি লিভারপুল। এই শটগুলোর ৬টি ছিল লক্ষ্যে।
সবশেষ দুই ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল গোল হজম করল ৪টি। বিপরীতে বিপক্ষের জালে বল পাঠাতে পারেনি একবারও। দুঃস্বপ্নের এই সপ্তাহটা কীভাবে ভুলবে লিভারপুল?