Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ঘরের মাঠে বিধ্বস্ত লিভারপুল

l1
[publishpress_authors_box]

এ যেন অচেনা এক লিভারপুল। নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে তারা পাত্তাই পেল না আতালান্তার কাছে। ইউরোপার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিধ্বস্ত হল ৩-০ গোলে। অথচ আতালান্তা এবার সিরি ‘এ’র পয়েন্ট টেবিলে আছে ছয় নম্বরে।

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলা একাদশের ছয় জনকে বেঞ্চে বসিয়ে শুরু করেছিলেন লিভারপুল কোচ ক্লপ। তাদের রক্ষণ এলোমেলো ছিল শুরু থেকে। তাতে কাজটা সহজই হয়েছিল আতালান্তার। জিয়ানলুকা স্কামাকো ৩৮ ও ৬০ মিনিটে করেন জোড়া গোল। অপর গোলটি ৮৩ মিনিটে মারিও পাসালিচের।

মো সালাহ বেঞ্চ থেকে নেমে বল জালে জড়িয়েছিলেন একবার, কিন্তু অফসাইডের জন্য বাতিল হয় সেই গোল। দারউন নুনেস নষ্ট করেছেন বড় দুটো সুযোগ। এলিটের শট ফিরে আসে পোস্টে লেগে।

লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে আতালান্তা ফুটবলারদের উল্লাস। ছবি : এক্স

ম্যাচ শেষে তাই নিজের হতাশা লুকাননি ক্লপ, ‘‘দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচ নিয়ে ইতিবাচক কিছু বলার নেই। প্রশ্ন হচ্ছে আমরা কি পরের লেগে ঘুরে দাঁড়াতে পারব? আমার মনে হয় ভালো খেললে অবশ্যই সম্ভব সেটা।’’

অপর ম্যাচে মৌসুম জুড়ে অপরাজিত থাকা বেয়ার লেভারকুসেন ২-০ গোলে হারিয়েছে ওয়েস্টহামকে। ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে জন হফমান আর যোগ করা সময়ের প্রথম মিনিটে বল জালে জড়ান ভিক্তর বনিফেস।

এছাড়া এএস রোমা ১-০ গোলে এসি মিলানকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত