গোল উৎসবই করছে বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে ২০ গোল করল তারা। শনিবার বুন্দেসলিগায় ওয়ের্ডার ব্রেমনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন।
গত মৌসুমে জানুয়ারিতে এই ব্রেমনের কাছেই ১-০ গোলে হেরে গিয়েছিল বায়ার্ন। এবার নিল মধুর প্রতিশোধ। জোড়া গোল মাইকেল ওলিসের। ক্রিস্টাল প্যালেস থেকে ৬০ মিলিয়ন ইউরোয় কেনা ওলিস অ্যাসিস্টও করেছেন দুটি। বায়ার্নের হয়ে একটি করে গোল জামাল মুসিয়ালা, হ্যারি কেইন ও সার্জ জিনাব্রির।
এর আগে ১৭ সেপ্টেম্বর খেলা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডিনামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছিল বায়ার্ন। আর বুন্দেসলিগায় ১৪ সেপ্টেম্বর হোলসটেইনকে হারিয়েছিল ৬-১ গোলে।
সবমিলিয়ে তিন ম্যাচেই তাদের গোল ২০টি। এর ৭টিতে অবদান অলিসের। হ্যারি কেইন বুন্দেসলিগায় করলেন ৪১তম গোল যা ইংলিশদের মধ্যে সর্বোচ্চ। জ্যাডন সানচোর ৪০ গোল ছিল আগের সেরা। তাছাড়া বুন্দেসলিগায় তৃতীয় বায়ার্ন কোচ হিসেবে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন ভিনসেন্ট কোম্পানি।
ফল
বুন্দেসলিগা
ব্রেমন ০ : ৫ বায়ার্ন
বার্লিন ২ : ১ হফেনহেইম
প্রিমিয়ার লিগ
লিভারপুল ৩ : ০ বোর্নমাউথ
ওয়েস্টহাম ০ : ৩ চেলসি
প্যালেস ০ : ০ ম্যানইউ
সিরি ‘এ’
জুভেন্টাস ০ : ০ নাপোলি
লেচ্চে ২ : ২ পার্মা
এদিকে প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির পয়েন্টও ১২। তবে গোল গড়ে এগিয়ে লিভারপুল। অপর ম্যাচে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে এরিক টেন হাগের দল।
ফুলহামের বিপক্ষে জয়ে শুরু করা ম্যানইউ টান দুই ম্যাচ হেরেছিল ব্রাইটন ও লিভারপুলের কাছে। চতুর্থ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে জিতলেও তারা হোঁচট খেল আবারও। ৫ ম্যাচে তাদের পয়েন্ট কেবল ৭।
লিগে টানা তিন ম্যাচে জয়ের পর গত রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল লিভারপুল। বোর্নমাউথের বিপক্ষে আবারও ছন্দে ফিরল তারা। বিরতির আগেই লুইস দিয়াস দুটি আর দারউইন নুনেস করেন অপর গোলটি।
২৬ মিনিটে ইব্রাহিমা কোনাতের উঁচু করে বাড়ানো বল ধরে প্রথম গোলটি করেন দিয়াস। ২৮ মিনিটে তিনিই ব্যবধান দ্বিগুণ করেন ট্রেন্ট অ্যালেক্সজ্যান্ডার-আর্নল্ডের পাস বক্সে পেয়ে কোনাকুনি নিচু শটে। এবারের লিগে কলম্বিয়ান এই ফরোয়ার্ড ৫ ম্যাচে গোল করলেন ৫টি, অ্যাসিস্ট ১টি।
৩৭ মিনিটে এবারের লিগে নিজের প্রথম গোলটি করেন দারউইন নুনেস।