Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

কে হবেন লিভারপুলের কোচ?

লিভারপুলের কোচ হওয়ার আলোচনায় আছেন (বাঁ থেকে) রবের্তো দি জারভি, জাবি আলোনসো ও হোসে মরিনহো। ছবি: টুইটার
লিভারপুলের কোচ হওয়ার আলোচনায় আছেন (বাঁ থেকে) রবের্তো দি জারভি, জাবি আলোনসো ও হোসে মরিনহো। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। চলতি মৌসুম শেষেই লিভারপুলকে বিদায় বলবেন তিনি। গত ৯ বছরে অলরেডদের যে জায়গায় নিয়ে গেছেন এই জার্মান, তার অভাব পূরণ করা সহজ হবে না। তাই বলে তো আর কোচ ছাড়া চলবে না। নতুন কোচ খোঁজার কাজ হয়তো শুরুও করে দিয়েছে। ক্লপের চেয়ারে কে বসতে পারেন, সেই প্রশ্ন মেলানোর চেষ্টা করছেন অনেকেই। শোনা যাচ্ছে সম্ভাব্য বেশ কয়েকটি নাম।

লিভারপুলের দায়িত্বে যিনিই আসুক, তার সামনে থাকবে কঠিন চ্যালেঞ্জ। ২০১৫ সালে কোচের পদে বসা ক্লপের ছোঁয়ায় সোনালি সময় ফিরেছে ক্লাবটিতে। প্রিমিয়ার লিগ যুগে প্রথম শিরোপা জিতেছে, ঘরে তুলেছে চ্যাম্পিয়নস লিগের ট্রফিও। ফলে অ্যানফিল্ডের দায়িত্ব নিতে গেলে ক্লপের সাফল্যের কথা মাথায় রাখতে হবে নতুন কোচের। এই জায়গা পূরণে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে জাবি আলোনসোর কথা। আলোচনায় আছে আরও বেশ কয়েকটি নাম।

জাবি আলোনসো

প্রশ্নাতীতভাবে লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে ফেভারিট আলোনসো। এখানে ভালোবাসা যেমন আছে, তেমনি আছে কোচিংয়ের দক্ষতা। সাবেক এই মিডফিল্ডার চলতি শতাব্দীর শুরুর দিকে যোগ দিয়েছিলেন লিভারপুলে। মাঝমাঠ দখলে রেখে সামনে বলের জোগান দিয়ে অল্প সময়েই ক্লাবের প্রিয় মুখ হয়ে ওঠেন। মাঝমাঠ থেকে শট নিয়ে তার করা দুটো গোল এখনও চোখে লেগে আছে ক্লাব সমর্থকদের। ২০০৫ সালে, যেবার লিভারপুল চ্যাম্পিয়নস লিগের স্বাদ পেল, রাফায়েল বেতেনেজের ওই দলটির ইঞ্জিল ছিলেন এই আলোনসো। অর্থাৎ, অলরেডদের সঙ্গে তার পুরনো সম্পর্ক।

খেলা ছাড়ার পর শুরু করেছেন কোচিং ক্যারিয়ার। শৈশবের ক্লাব রিয়াল সোসিয়েদাদের রিজার্ভ দলের দায়িত্ব নিয়ে হাত পাকা করেছেন নতুন মিশনে। এরপর ২০২২ সাল থেকে সামলাচ্ছেন বেয়ার লেভারকুসেনের দায়িত্ব। জার্মান ক্লাবের কোচের চেয়ারে বসে প্রতিনিয়ত চমকে দিচ্ছে ফুটবল বিশ্বকে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে তার দল। মৌসুমে ১৮টি ম্যাচ পেরিয়ে গেলেও এখনও অপরাজিত লেভারকুসেন।

সম্পর্ক কিংবা দক্ষতা দুটো জায়গাতেই আলোনসো এক নম্বর পছন্দ হওয়ার কথা লিভারপুলের। কিন্তু তাদের ‘মিলনে’ বাধা হতে দাঁড়াতে পারে রিয়াল মাদ্রিদ। কারণ মাদ্রিদের ক্লাবটিও নাকি কার্লো আনচেলত্তির জায়গায় ভাবছে আলোনসোকে!

রবের্তো দি জারভি

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ডি জারভি। তার অ্যাটাকিং ফুটবল দর্শন ও দারুণ সব খেলোয়াড় নির্বাচন করার দক্ষতা আলাদা পরিচয় তৈরি করেছে। বড় কোনও শিরোপা জেতা হয়নি তার। তবে একটা দলকে সঠিকভাবে গড়ে তুলতে ও আলাদা পরিচয় তৈরি করতে তার দর্শন মুগ্ধতা ছড়াচ্ছে। সেই জায়গা হিসাব করে লিভারপুল যদি তাকে প্রস্তাব দেয়, দি জারভি কী না করবেন!

স্টিভেন জেরার্ড

লিভারপুলের কোচ নিয়ে আলোচনা হচ্ছে, আর সেখানে স্টিভেন জেরার্ডের নাম আসবে না, হয় নাকি! লিভারপুলের সাবেক অধিনায়ক কোচিং ক্যারিয়ার শুরু করে এরইমধ্যে সামলেছেন রেঞ্জার্স ও অ্যাস্টন ভিলার দায়িত্ব। এখন তিনি সৌদি আরবের ক্লাব আল-ইত্তিফাকের কোচ। যদিও কোচিং ক্যারিয়ারে খুব একটা ভালো সময় যাচ্ছে না তার। এই অবস্থায় লিভারপুল তাকে ক্লপের জায়গায় বসাবে কিনা, সেই প্রশ্ন থেকেই যায়। তাছাড়া কিছুদিন আগেই আল-ইত্তিফাকের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করায় জেরার্ডের অন্য চিন্তা করা কঠিনও।

জুলিয়ান নাগেলসমান

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগেলসমান শিগগিরই হয়তো ফিরতে যাচ্ছেন ক্লাব ফুটবলে। ৩৬ বছর বয়সী কোচ এখন জার্মানি জাতীয় দলের দায়িত্বে। ২০২৪ সালের ইউরো পর্যন্ত তার দায়িত্ব। অর্থাৎ, সামনের জুলাইয়ে শেষ হবে চুক্তির মেয়াদ। ওই সময় চাইলে আবার ক্লাব ফুটবলে ফিরতে পারেন তিনি। সেক্ষেত্রে লিভারপুল যদি প্রস্তাব দেয়, প্রিমিয়ার লিগে কাজ করার সুযোগ লুফে নিতেই পারেন নাগেলসমান।

হোসে মরিনহো

রোমা থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো। এখন আছেন নতুন চাকরির খোঁজে। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ আবার প্রিমিয়ার লিগে ফিরতে পারেন। ক্লপের বদলি হিসেবে তার নামও আসছে। যদিও এই পর্তুগিজ কোচ বেশিরভাগ ক্লাবের ভক্ত-সমর্থকদের কাছে পছন্দের ব্যক্তি নন। তার ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। তাছাড়া কোচিং ক্যারিয়ারের শুরুতে যে সাফল্য পেয়েছিলেন, সাম্প্রতিক সময়ে সেটি নেই বললেই চলে। তারপরও লিভারপুলের যেহেতু কোচ দরকার, মরিনহোরও চাকরি দরকার, দুটো মিলিয়ে তার নাম উঠে আসছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত