Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

আলোনসো ‘না’ বলায় লিভারপুলের কোচ হবেন কে?

লিভারপুল-৫৬৩
[publishpress_authors_box]
  • লেভারকুসেনেই থাকছেন আলোনসো
  • আলোচনায় আছেন স্পোর্তিং লিসবনের কোচ
  • তার জন্য লিভারপুলকে খরচ করতে হবে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড

সামনের গ্রীষ্মে লিভারপুল ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ- খবরটা পুরোনো। তার জায়গায় অ্যানফিল্ডের দায়িত্ব কে নিতে যাচ্ছেন, সেই আলোচনা এখন তুঙ্গে। প্রথম পছন্দ হিসেবে বেয়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসোর নাম শোনা যাচ্ছিল। তবে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জানিয়ে দিয়েছেন, জার্মান ক্লাবটিতেই থাকছেন তিনি। অর্থাৎ, লিভারপুলকে ‘না’ সংকেত পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় তাহলে ক্লপের উত্তরসূরি কে হচ্ছেন লিভারপুলে?

লেভারকুসেনে আলোনসোর চলছে বিষ্ময়কর পথচলা। ২০২৩-২৪ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত তার দল। বায়ার্ন মিউনিখের রাজত্ব ভেঙে জিততে চলেছেন বুন্দেসলিগা। পৌঁছে গেছেন ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে। এর ওপর তিনি অলরেডদের সাবেক খেলোয়াড়। তাই ক্লপের জায়গায় নাকি আলোনসোকেই প্রথম পছন্দ ছিল লিভারপুলের। যদিও গত কয়েক মাসের অনেক আলোচনা-গুঞ্জনের পর স্প্যানিশ কোচ জানিয়ে দিয়েছেন, লেভারকুসেন ছাড়ছেন না তিনি।

শুধু লিভারপুল নয়, বায়ার্ন মিউনিখ এমনকি বার্সেলোনার কোচ হওয়ার কথাও শোনা যাচ্ছিল তার। তবে আলোনসো নিশ্চিত করেছেন, “আমি লিভারকুসেনের দায়িত্ব পালন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবকে সেটা জানিয়েও দিয়েছি। আমার মনে হয়েছে তরুণ কোচ হিসেবে এটাই আমার সঠিক জায়গা।”

আলোনসো সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় লিভারপুলকে এখন বিকল্প ভাবতে হচ্ছে। সেই তালিকাতেও আছেন বেশ কয়েকজন কোচ।

রুবেন আমোরিম

প্রথম যে নামটি শোনা যাচ্ছে ব্রিটিশ মিডিয়ায়, তিনি রুবেন আমোরিম। পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের দারুণ সফল কোচ তিনি। ২০২১ সালে তার হাত ধরেই লিসবন জিতেছে লিগ শিরোপা। ট্যাকটিক্যালি জায়গায় তিনি অনেকটা ক্লপের মতোই। সেকারণে লিভারপুলের নজরে পড়েছেন ৩৯ বছর বয়সী কোচের ওপর। ব্রিটিশ সংবাদম মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর খবর, আলোনসোকে না পাওয়ায় আমোরিমের দিকেই ঝুঁকেছে লিভারপুল।

এখন স্পোর্তিং লিসবনের কোচের দায়িত্ব সামলাচ্ছেন রুবেন আমোরিম। ছবি: টুইটার

অবশ্য লিসবন থেকে তাকে আনতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে। আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের খবর, আমোরিমকে আনতে গেলে তার রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতে হবে লিভারপুলকে। সেই অঙ্কটা প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড।

লিভারপুল না হয় এই অর্থ খরচ করে আনতে রাজি হলো। কিন্তু আমোরিম কি আসতে চাইছেন? পরিষ্কার করে কিছু না বললেও আপাতত তার ভাবনায় শুধুই লিসবন, “এই মুহূর্তে আমার পূর্ণ নজর লিবসনে। এই ক্লাবটির কোচ হতে পেরে আমি গর্বিত। এখানে ভালো আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আমার চুক্তি আছে।”

রবার্তো দি জেরবি

ব্রাইটন কোচ রবার্তো দি জেরবির নামও আছে আলোচনায়। লিভারপুলের বর্তমান কোচ ক্লপেরও পছন্দের কোচ তিনি। তবে তার কোচিং দর্শন জার্মান কোচের বিপরীত। ক্লপ বলেছেন, “সে দারুণ এক কোচ। খুবই ভালো করছে। তবে আমি তার ধাঁচের কোচ নই। আমার ব্যক্তিত্বের সঙ্গে এটা যায় না।” এরপরও ক্লপের উত্তরসূরি হিসেবে দি জেরবিকেই ভাবছে লিভারপুল। কারণ সীমিত জ্বালানি নিয়েও ব্রাইটনকে প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দলে পরিণত করেছেন তিনি।

ব্রাইন কোচ রবার্তো দি জেরবিও আছেন আলোচনায়। ছবি: টুইটার

তাছাড়া লিভারপুলের নতুন স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজের সুনজরে আগে থেকেই আছেন তিনি। হিউজ যখন বোর্নমাউথে ছিলেন, তখন তিনি দি জেরবিকে নিতে চেয়েছিলেন ওই দলে।

জুলিয়ান নাগেলসমান

জার্মানির কোচের দায়িত্বে আছেন জুলিয়ান নাগেলসমান। তাকে নিয়েও আছে লিভারপুলের কোচ হওয়ার গুঞ্জন। জার্মানি জাতীয় দলের সঙ্গে এই কোচের চুক্তি এবারের ইউরো পর্যন্ত। ঘরের মাঠের এই প্রতিযোগতিায় জার্মানির ভালো-খারাপ ফলের ওপর নির্ভর করছে নাগেলসমানের ভবিষ্যৎ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত