Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
মিলান-রোমার বিদায়

বেঞ্চের ফুটবলাররাই ত্রাতা লিভারপুলের

33
[publishpress_authors_box]

গত মৌসুমে জানুয়ারিতে প্রিমিয়ার লিগে ১০ নম্বরে ছিল লিভারপুল। একই সময়ে এবার তারা শীর্ষে। শুধু লিগ নয়, তারা এক মৌসুমে মর্যাদার চারটি শিরোপা জয়ের পথে আছে ভালোভাবে। এর একটি লিগ কাপ।

গতরাতে সেমিফাইনালের প্রথম লেগে ইয়ুর্গেন ক্লপের দল পিছিয়ে পড়েও ফুলহামকে হারিয়েছে ২-১ গোলে। ফিরতি লেগে ড্র করলেও ফাইনাল খেলবে তারা।

ম্যাচের ১৯তম মিনিটে পোস্টে নেওয়া প্রথম শটেই গোল করেন ফুলহামের উইলিয়ান। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার দারুণ ড্রিবলিংয়ে দুজনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোল করলে স্তব্ধ হয়ে যায় অ্যানফিল্ড। আফ্রিকান কাপ অব নেশনসে খেলতে মো সালাহ এখন মিসরে। চোট ও জাতীয় দলে যোগ দেওয়া মিলিয়ে স্কোয়াডে নেই ৯ খেলোয়াড়।

সেরা খেলোয়াড়রেদর অভাব কাল ভালোই টের পাচ্ছিল লিভারপুল। তবে ব্যবধান গড়ে দিয়েছেন দারউইন নুনিয়েস। বদলী হয়ে নেমে অলরেডদের দুটি গোলেই বলের জোগান দিয়েছেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। দলের দ্বিতীয় গোল করা কোডি গাকপোও নেমেছিলেন বদলি হয়ে। বেঞ্চের এই শক্তিতেই ফুলহাম বাধা পেরিয়েছে লিভারপুল।

 ৬৮তম মিনিটে সমতা ফেরায় লিভারপুল। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোন্সের জোরাল শট তসিন আদারাবিয়োইয়োর পায়ে লেগে দিক বদলে জড়ায় জালে।  ৭১ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন কডি গাকপো। বাঁদিক থেকে দারউইন নুনেসের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে নিখুঁত শটে গোলটি করেন এই  ডাচ ফরোয়ার্ড।

ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এই মৌসুমে সবচেয়ে বেশি ৩০ গোলে অবদান লিভারপুলের বদলি খেলোয়াড়দের। এই তালিকায় দুইয়ে থাকা দলের গোল ১৮টি।

ইতালিয়ান কাপে মিলান-রোমার হার

জোড়া গোল করেছেন আতালান্তার কোপমেইনার্স। ছবি : টুইটার

ইতালিয়ান কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাৎসিও ও আতালান্তা। হোসে মরিনহোর এএস রোমাকে ১-০ গোলে হারিয়েছে লাৎসিও। অপর ম্যাচে এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে আতালান্তা জোড়া গোল করেছেন তিওন কোপমেইনার্স।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত