ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেছিলেন ম্যানচেস্টার সিটি ও ব্রেন্টফোর্ড-এর খেলোয়াড়রা। মঙ্গলবার ৯০ বছর বয়সে মারা যাওয়া ম্যানচেস্টার সিটির কিংবদন্তি টনি হলের প্রতি এভাবেই শ্রদ্ধা জানিয়েছে দুই দল। পেপ গার্দিওলা চাইছিলেন ম্যাচটা জিতে হলকে উৎসর্গ করতে। ৬৬ ও ৭৮ মিনিটে ফিল ফোডেনের জোড়া গোলে ৮১ মিনিট পর্যন্ত ২-০’তে এগিয়েও ছিল সিটি।
প্রিমিয়ার লিগের ফল
ব্রেন্টফোর্ড ২ : ২ ম্যানচেস্টার সিটি
নটিংহাম ১ : ১ লিভারপুল
চেলসি ২ : ২ বোর্নমাউথ
ওয়েস্ট হাম ৩ : ২ ফুলহাম
তবে সময় খারাপ গেলে যা হয়, তাই হল শেষ পর্যন্ত। শেষের ঝড়ে ম্যাচটা ২-২ গোলে ড্র করল তারা। ৮২ মিনিটে ব্রেন্টফোর্ডের ইওয়ান ভিসা ব্যবধান কমানোর পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে সমতা ফেরান ক্রিস্টিয়ান নরগার্ড।
এভাবে পয়েন্ট হারিয়ে হতাশা জানালেন গার্দিওলা, ‘‘ক্লাবের হয়ে চারটি মর্যাদার ট্রফি জিতেছিলেন হল। ম্যাচটা জিতে তাকে উৎসর্গ করতে চেয়েছিলাম। তার সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার, অসাধারণ ব্যক্তিত্বের তিনি। কিন্তু এই ম্যাচে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার মাশুল গুণতে হল আমাদের।’’
২১ ম্যাচে ১০ জয়, ৫ ড্র আর ৬ হারে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানেই রইল সিটি। ২৮ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ড ১০ নম্বরে।
অপর ম্যাচে পিছিয়ে পড়েও নটিংহাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। এই মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুল একটাই ম্যাচ হেরেছিল, সেটা গত সেপ্টেম্বরে অ্যানফিল্ডে নটিংহাম ফরেস্টের কাছে। নটিংহামের মাঠে ফিরতি লেগে অষ্টম মিনিটে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ক্রিস উডের গোলে।
দুই বদলি খেলোয়াড় কস্তাস সিমিকাস ও দিয়েগো জোতার কৃতিত্বে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। সিমিকাসের কর্নারে মাথা ছুঁইয়ে ৬৬ মিনিটে সমতা ফেরান জোতা।
২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে এক নম্বরেই আছে লিভারপুল। নটিংহাম ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।