Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

৩২ ম্যাচ পর ম্যানসিটির হার, শীর্ষে লিভারপুল

হতাশ আর্লিং হলান্ড, হতাশ পুরো ম্যানসিটিও। টানা ৩২ ম্যাচ পর প্রিমিয়ার লিগে হেরেছে তারা। ছবি : এক্স
হতাশ আর্লিং হলান্ড, হতাশ পুরো ম্যানসিটিও। টানা ৩২ ম্যাচ পর প্রিমিয়ার লিগে হেরেছে তারা। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

প্রিমিয়ার লিগে হারতেই ভুলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সবশেষ গত বছর ৬ ডিসেম্বর লিগে হেরেছিল টানা চারবারের চ্যাম্পিয়নরা। ৩২ ম্যাচ পর শনিবার পেপ গার্দিওলার দলকে হারের তেতো স্বাদ দিল বোর্নমাউথ। অথচ বোর্নমাউথ টানা ২১ ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যানসিটির বিপক্ষে! ম্যানসিটির বিপক্ষে এটা তাদের প্রথম জয়ও।

সব মিলিয়ে চার দিনের ব্যবধানে এটা টানা দ্বিতীয় হার ম্যানসিটির। এর আগের ম্যাচেই লিগ কাপে টটেনহাম হারিয়েছিল ইনজুরি জর্জর দলটিকে।

ম্যানসিটির মতো হেরে গেছে আর্সেনালও। নিউক্যাসল তাদের হারিয়েছে ১-০ গোলে। তবে পিছিয়ে পড়েও জিতেছে লিভারপুল। ব্রাইটনের বিপক্ষে ১৪ মিনিটে গোল হজম করলও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

প্রিমিয়ার লিগের ফল

নিউক্যাসল ১ : ০ আর্সেনাল

বোর্নমাউথ ২ : ১ ম্যানসিটি

লিভারপুল ২ : ১ ব্রাইটন

এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লিভারপুল। সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ২৩, নটিংহামের ১৯ আর আর্সেনালের ১৮।

ঘরের মাঠে নবম মিনিটে মিলোশ কেরকেজের কাছ থেকে বল পেয়ে বোর্নমাউথকে এগিয়ে দেন সেমেনিয়ো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফিল ফোডেন পেনাল্টি স্পটের কাছ বাইরে শট নেওয়ায় সমতায় ফেরা হয়নি ম্যানসিটির।

টানা দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষের মাঠে হারল আর্সেনাল। ছবি : এক্স

উল্টো ৬৪তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করে বোর্নমাউথ। কেরেকেজের নিচু ক্রসে দারুণ স্লাইডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভানিলসন। ২০২৩ সালের জানুয়ারিতে টটেনহামের বিপক্ষে দুই গোল হজমের পর এবারই প্রথম কোনো দলের বিপক্ষে ০–২ গোলে পিছিয়ে পড়ে ম্যানসিটি।

৮২ মিনিটে ইয়োস্কো গাভার্দিওল এক গোল ফেরালেও শেষ পর্যন্ত আর সমতা আনতে পারেনি ম্যানসিটি। ইনজুরি টাইমে খুব কাছ থেকে হলান্ডের চেষ্টা ঠেকান বোর্নমাউখ গোলরক্ষক, এরপর ফিরতি বলে তার নেওয়া শট প্রতিহত হয় পোস্টে লেগে!

অপর ম্যাচে লিভারপুলের বিপক্ষে ১৪তম মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ফার্দি কাদিগলু। ৬৯ মিনিটে কোডি গাকপো সমতা আনার তিন মিনিট পরই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ এক গোলে লিভারপুলকে এগিয়ে দেন মো সালাহ। এই গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

আরেক ম্যাচে নিউক্যাসলের মাঠে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। আলেকসান্দার ইসাকের গোলই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। ২০২২ সালের মে মাসের পর এই প্রথম লিগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ হারল তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত