Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

এমবাপ্পের হ্যাটট্রিক, গ্রিয়েজমানের ২০০ লিভারপুলের ইস্তাম্বুল দুঃস্বপ্ন

m1
[publishpress_authors_box]

৬৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে কাজাখস্তানের আলমাতিতে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে একটা ম্যাচ খেলতে এত বেশি পথ ভ্রমণ করেনি আর কোনও দল। ক্লান্তি দূর করে কাইরাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়েছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয়ের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। অপর দুই গোল এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াসের।

২৫ মিনিটে শেরখান কালমুরজা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল উৎসবের শুরুটা করেন এমবাপ্পে। ৫২ মিনিটে থিবো কোর্তোয়ার লম্বা ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ৭৩ মিনিটে আরদা গুলেরের পাসে করেন হ্যাটট্রিক।

২০০৫ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালকে বলা হয় ‘মিরাকল অব ইস্তাম্বুল’। এসি মিলানের কাছে ৩–০ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখেছিল লিভারপুল। সেই ইস্তাম্বুল এবার দুঃস্বপ্ন হয়ে উঠল অলরেডদের জন্য। ২০ বছর পর তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের কাছে ১–০ গোলে হেরে গেল তারা। 

ফল

কাইরাত আলমাতি ০–৫ রিয়াল মাদ্রিদ

আতালান্তা ২–১ ক্লাব ব্রুগা

পাফোস ১–৫ বায়ার্ন মিউনিখ

বোডো/গ্লিম্ট ২–২ টটেনহাম

ইন্টার মিলান ৩–০ স্লাভিয়া প্রাগ

মার্শেই ৪–০ আয়াক্স

র‍্যামস পার্কে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন গালাতাসারাইয়ের নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। মোহাম্মদ সালাহ শুরুতে ছিলেন বেঞ্চে। ৬২ মিনিটে নেমেও ভাগ্য বদলাতে পারেননি লিভারপুলের।

জোসে মরিনহো এখন বেনফিকার কোচ। নিজের সাবেক ক্লাব চেলসির বিপক্ষে তার দল হেরেছে ১-০ গোলে।

২০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন গ্রিয়েজমান।

স্ট্যামফোর্ড ব্রিজের এই লড়াইয়ে চেলসি জয় পায় আত্মঘাতি গোলে। ম্যাচের ১৮ মিনিটে নিজেদের জালে বল জড়িয়েছেন বেনফিকার রিচার্দ রিওস। মেজাজ হারিয়ে ফেলায় হলুদ কার্ডও দেখেছেন মরিনহো।

আরেক ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ৫–১ গোলে হারিয়েছে  আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে। আতলেতিকোর পাঁচজন করেছেন ৫ গোল। তৃতীয় গোলটা করেন আন্তোয়ান গ্রিয়েজমান, তাতে আতলেতিকোর প্রথম ফুটবলার হিসেবে ছুঁয়েছেন ২০০ গোলের মাইলফলক।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত