Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

যুবলীগ নেতার ‘পলায়ন’ : লোহাগাড়া থানার ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

লোহাগাড়া থানা। ফাইল ছবি
লোহাগাড়া থানা। ফাইল ছবি
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

যুবলীগ নেতা সাইফুল ইসলামের ‘পালিয়ে যাওয়ার ঘটনায়’ চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসিসহ চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার ভোররাতের এ ঘটনার পর থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে আরিফুর রহমানকে। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্রীকরণ) ছিলেন তিনি।

প্রত্যাহার হওয়া চার পুলিশ হলেন- ওসি মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও কনস্টেবল মো. এনামুল হক।

লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে যুবলীগ নেতা সাইফুলের বিরুদ্ধে থানায় গরু চুরি ও চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে যান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গোপন সংবাদে সোমবার ভোররাতে ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে সাইফুলকে আটক করে স্থানীয়রা। পরে তারা তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পারে, পুলিশ হেফাজত থেকে কৌশলে পালিয়ে গেছেন সাইফুল।

এ ঘটনায় লোহাগাড়া থানার ওসিসহ চারজনকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ রেঞ্জে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে। লোহাগাড়া থানায় নতুন ওসি কাজ করছেন। আশা করছি, আসামি ধর পড়বে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত