Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

কোহলির জায়গায় ব্যাটিং উপভোগ করেছেন রাহুল

২
[publishpress_authors_box]

তিনি ওপেনার। ৮৫টি টেস্ট ইনিংসে কেবল ৬বারই নামেননি ওপেনিংয়ে। সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে ১০১ রানের ইনিংস খেলেছিলেন ৬ নম্বরে নেমে। হায়দরাবাদে বিরাট কোহলি না থাকায় লোকেশ রাহুলকে পাঠানো হয় চারে।

নতুন এই পজিশনেও দারুণ মানিয়ে নিয়েছেন রাহুল। খেলেছেন ৮৬ রানের ইনিংস। ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ভারত দ্বিতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ৪২১ রানে। রবীন্দ্র জাদেজা অপরাজিত ৮১ রানে।

দিন শেষে কোহলির জায়গায় ব্যাট করা নিয়ে রাহুলের সন্তুষ্টি,‘‘মিডলঅর্ডারে ব্যাটিং উপভোগ করছি আমি। ড্রেসিংরুমে বসে বোলারদের যাচাই করার কিছুটা সময় পাওয়া যায় এতে। আমরা স্কোর বোর্ডে আরও বেশি রান যোগ করতে চাই কাল।’’

ভারতীয় ব্যাটাররা আউট হয়েছেন আগের বলে বড় শট খেলার ঠিক পরে। এতে অসন্তুষ্টি জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, ‘‘ভারতের সব ব্যাটার ভালো শুরু করেও বড় রান করতে পারেনি। উইকেট বিলিয়ে এসেছে। এটা ঠিক নয়। কেউ ২-৩ রান করে তো আউট হয়নি।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত