অনন্য কীর্তিই গড়লেন মিহাইন লোপেজ। অলিম্পিকের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে টানা পঞ্চম ব্যক্তিগত সোনা জিতলেন কিউবার এই বক্সার। অলিম্পিকে একই ইভেন্টে দলীয়ভাবে পাঁচ সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দলের সুই বার্ড ও ডিয়ানা টুরাসি। তবে ব্যক্তিগতভাবে একই ইভেন্টে পাঁচ সোনা জেতা প্রথম খেলোয়াড় এখন মিহাইন লোপেজ।
৪২ বছর ছুঁই ছুঁই লোপেজ জিতেছেন রেসলিংয়ের ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের সোনা। ফাইনালে চিলির ইয়াসমানি আকোস্তাকে হারান তিনি। অলিম্পিকে একই ইভেন্টে ব্যক্তিগতাবে চার সোনা জিতেছেন লং জাম্পে কার্ল লুইস লুইস, সাঁতারের ২০০ মিটার মেডলিতে মাইকেল ফেলপস, ৮০০ মিটার ফ্রিস্টাইলে কেটি লেডেকি, ডিসকাসে আল ওয়েরত, সেইলিংয়ে পল এলভেস্ট্রম ও রেসলিংয়ে কাউরি ইচোর। তাদের সবাইকে ছাড়িয়ে গেলেন লোপেজ।
টোকিও অলিম্পিকে সোনা জিতে অবসর নিয়েছিলেন লোপেজ। তিনি ফিরে আসেন প্যারিসে সোনা ধরে রাখার আশায়। তিন বছর রেসলিংয়ের বাইরে থাকা আর চারবার মেরুদণ্ডের সমস্যায় ভোগা এই কিংবদন্তি পূরণ করলেন স্বপ্নটা।
প্যারিসের সোনা জয়ের পরই পাকাপাকিভাবে অবসর নেন লোপেজ। রেসলাররা অবসর নিলে নিজের জুতা জোড়া রাখেন রেসলিং ম্যাটের মাঝে। অলিম্পিকে ২৩ ম্যাচের ২২টি জেতা লোপেজ সেটা করার সময় করতালি দিয়ে অভিবাদন জানায় পুরো গ্যালারি। এমন কিংবদন্তি কী আর আসবে অলিম্পিকে?