Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

লর্ডসে দুই দিনে ২৮ উইকেট, কামিন্সের ৩০০

cummins
[publishpress_authors_box]

লর্ডসে চলছে পেসারদের দাপট। কাগিসো রাবাদা, মিচেল স্টার্কদের দাপটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন উইকেটের পতন হয়েছিল ১৪টি। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় দিনেও উইকেটের পতন ঠিক ১৪টি। তাতে দুই দিনে উইকেটের পতন হল ২৮টি। ম্যাচে সমতা থাকায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দুই দলই স্বপ্ন দেখতে পারে শিরোপার।

অস্ট্রেলিয়ার ২১২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ৪৩ রানে। আজ প্যাট কামিন্সের তোপে তারা অলআউট ১৩৮ রানে। কামিন্স নেন ২৮ রানে ৬ উইকেট। জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ১৪৪ ররানে। প্রোটিয়াদের চেয়ে তারা এগিয়ে ২১৮ রানে।

কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি নিয়েছেন ৩টি করে উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৩ করেছেন অ্যালেক্স ক্যারি।  লর্ডসে চতুর্থ ইনিংসে কখনো ১১৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার জিততে হলে বদলাতে হবে ইতিহাসটা।

পেসারদের এই ম্যাচে কয়েকটা কীর্তি গড়েছেন কামিন্স।  লর্ডসে দ্বিতীয় সফরকারী অধিনায়ক হিসেবে পাঁচ উইকেট পেলেন তিনি। ২০০৮ সালে এখানে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ইনিংসে ৬৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেট্টরি, যিনি এখন অস্ট্রেলিয়ার বোলিং কোচ।

কামিন্স ছাড়িয়ে গেছেন কিংবদন্তি বব উইলিসকেও। ১৯৮২ সালে এই মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইংলিশ অধিনায়ক ৬ উইকেট নিয়েছিলেন ১০১ রানে।

২৯৪ উইকেট নিয়ে ফাইনাল শুরু করেছিলেন কামিন্স। ৬ শিকারে তিনি পা রাখলেন ৩০০ উইকেটের মাইলফলকে। ১৩২৭৫ বলে ৩০০ টেস্ট উইকেট নিয়েছেন কামিন্স যা পঞ্চম দ্রুততম। ১১৮১৭ বলে দ্রুততম ৩০০ উইকেটের রেকর্ডটা কাগিসো রাবাদার।

অধিনায়ক হিসেবে কামিন্সের উইকেট হলো ১৩৬টি। পেস বোলিং অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল পাকিস্তানের ইমরান খানের (১৮৭টি)। অস্ট্রেলিয়ান অধিনায়কদের মধ্যে কামিন্সের ওপরে আছেন শুধু সাবেক স্পিনার রিচি বেনো (১৩৮টি)। তবে জয়ের ম্যাচে অস্ট্রেলিয়ানদের মধ্যে গড়ে সবাইকে ছাড়িয়ে কামিন্স। ৩৮টি জেতা্ টেস্টে তার গড় ১৮.০৯, দুইয়ে থাকা ডেনিস লিলির গড় ১৮.২৭।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত