Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আত্মঘাতী গোলে ‘জয়ের দাবিদার’ পিএসজি

জয়ের পর পিএসজির খেলোয়াড়েরা। ছবি: এক্স
জয়ের পর পিএসজির খেলোয়াড়েরা। ছবি: এক্স
[publishpress_authors_box]

লিওনেল মেসি-নেইমার আগেই বিদায় নিয়েছেন। এবারের গ্রীষ্মের দলবদলে কিলিয়ান এমবাপ্পেও ছেড়েছেন প্যারিস সেন্ত জার্মেই। বড় নামের খেলোয়াড় ছাড়া নতুন উদ্যোমে দল গুছিয়ে নিয়েছে ফরাসি ক্লাবটি। সেই পথে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে পিএসজি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ পার্ক ডু প্রিন্সেসে জিরোনাকে ১-০ গোলে হারিয়ছে ফরাসি চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোলটি পেয়েছে তারা আত্মঘাতী থেকে। শেষ বাঁশি বাজার আগপর্যন্ত গোলের জন্য অপেক্ষা এবং সেই গোলটিও আত্মঘাতী, তবু দলের পারফরম্যান্সে ভীষণ খুশি পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে, আত্মঘাতী গোল থেকে এলেও জয়ের দাবিদার ছিল তারা।

এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছে জিরোনা। গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা স্প্যানিশ ক্লাবটি প্রায় আটকেই দিয়েছিল পিএসজিকে। কিন্তু পাউলো গাজানিগার আত্মঘাতী গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: এক্স

ঘরের মাঠ থেকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট প্রাপ্তির পর পিএসজি কোচ এনরিকে বলেছেন, “কঠিন ম্যাচ। জিরোনা দেখিয়ে দিয়েছে কেন তারা চ্যাম্পিয়নস লিগে এবং গত মৌসুমে স্প্যানিশ লিগের শীর্ষ পর্যায়ে ছিল। তারা ভীষণ চ্যালেঞ্জিং ছিল, রক্ষণ সামেলেছে দারুণভাবে। সুযোগ তৈরি করতে আমাদের সংগ্রাম করতে হয়েছে। তবে আমি বিশ্বাস করি, আমরা জয়ের দাবিদার।”

দলের পারফরম্যান্স পুরোপুরি সন্তুষ্ট এনরিকে। বিশেষ করে, শেষ পর্যন্ত লড়াই করার মনোভাব আকৃষ্ট করেছে স্প্যানিশ কোচকে, “গত কয়েক মাস ধরে আমাদের মনোভাব একই রয়েছে। শেষ বাঁশি বাজার আগপর্যন্ত আমরা হাল ছেড়ে দেই না। ভালো খেলি কিংবা খারাপ, আমরা শেষ মিনিটে গোল পেয়েছি, যাতে ৩ পয়েন্ট এসেছে।”

সঙ্গে যোগ করেছেন, “গোলের দিকে আমাদের উন্নতি করতে হবে। তবে যদি মেরিটের কথা ধরি, তাহলে আমরা অবশ্যই জয়ের দাবিদার।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত