১৫তম চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিযানে রিয়াল মাদ্রিদ। ওয়েম্বলির চৌকাঠ পেরোতে পারলেই সাফল্যের মুকুটে যোগ হবে আরেকটি পালক। কিন্তু এই অভিযানে নামার আগে স্বস্তিতে নেই লস ব্লাঙ্কোস। থিবো কোর্তোয়ার চোটে যিনি হয়ে উঠেছেন রিয়ালের ‘এক নম্বর’ গোলকিপার, সেই আন্দ্রি লুনিনের ফাইনাল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
গত চার দিন হলো ফ্লুতে আক্রান্ত লুনিন। যেকারণে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের বেশ কয়েকটি অনুশীলন সেশন মিস করেছেন তিনি। বুধবার যদিও ফিরেছেন, তবে একাকী অনুশীলন করেছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে রিয়াল। ওয়েম্বলি স্টেডিয়ামের এই ম্যাচে লুনিন খেলতে পারবেন কিনা, নিশ্চিত নয়। তবে এই গোলকিপারকে লন্ডন নিয়ে যাওয়ার সব ধরনের চেষ্টা করছে রিয়াল। শুক্রবার লন্ডনে যাচ্ছেন তার সতীর্থরা। তবে লুনিন আলাদাভাবে শুক্রবার কিংবা শনিবার যাবেন লন্ডন।
লুনিনকে দলের অন্য খেলোয়াড়দের থেকে আলাদা রাখা হচ্ছে কারণ, তিনি যে ফ্লুতে আক্রান্ত হয়েছেন দলের অন্য কেউ যেন তাতে সংক্রমিত না হন। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম ইউক্রেনিয়ান গোলকিপারকে সুস্থ করে তুলতে কাজ করে যাচ্ছে।
এবারের মৌসুমে গোলবারের নিচে দুর্দান্ত পারফরম্যান্স লুনিনের। কোর্তোয়ার অভাব এতটুকু টের পেতে দেননি তিনি। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের কথাই ধরা যাক। টাইব্রেকারে এই গোলকিপারের বীরোচিত পারফরম্যান্সে সেমিফাইনালে ওঠে রিয়াল। এরপর শেষ চারে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
কিন্তু ডর্টমুন্ডের বিপক্ষে তার ফাইনাল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ফ্লু থেকে যদি সেরে না ওঠেন তিনি, তাহলে কি কোচ কার্লো আনচেলত্তি তার আগের পরিকল্পনায় ফিরে যাবেন?
কোর্তোয়া চোটে পড়ার পর আনচেলত্তি জানিয়েছিলেন, বেলজিয়ান গোলকিপার সুস্থ হয়ে ফিরলেই গোলবারের নিচে দাঁড়াবেন। কোর্তোয়া পুরোপুরি সেরে উঠেছেন। গোলবারের নিচে দাঁড়ানোর জন্য প্রস্তুতও আছেন। দিনকয়েক আগে তিনি বলেছেন, “আমি সবসময় যেমন, তেমনই থাকব। আমি প্রস্তুত।”