সোনারগাঁও পৌরসভা ও বৈদ্যের বাজার ইউনিয়নের পুরো এলাকা এবং মোগরাপাড়া, সনমান্দি ও পিরোজপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় এবারও ভালো লিচুর ফলন হয়েছে। ছবি : সকাল সন্ধ্যাসোনারগাঁওয়ের বাগানগুলোয় ঝুলছে লাল-লাল পাকা লিচু। সেই লিচু গাছ থেকে পাড়তে ব্যস্ত এক শ্রমিক। ছবি : সকাল সন্ধ্যা প্রথম বাজারে এলেও বাগানিরা বলছেন, খরার কারণে এবার লিচুর আকার হয়েছে তুলনামূলক ছোট। ছবি : সকাল সন্ধ্যাগাছ থেকে নামিয়ে আনা হচ্ছে থোকা থোকা পাকা লিচু। ছবি : সকাল সন্ধ্যাগাছ থেকে নামানো লিচু নেওয়া হচ্ছে বাছাইয়ের জন্য। ছবি : সকাল সন্ধ্যালিচু গাছেরই ছায়ায় বসে বাছাই করা হচ্ছে লিচু। আকারভেদে আলাদা থোকায় বাঁধা হবে লিচু। আর যেগুলো কিছুটা নষ্ট বা সমস্যা আছে সেগুলোও এই পর্যায়ে আলাদা করে ফেলা হয়। ছবি : সকাল সন্ধ্যালাল, রসালো লিচুর ফলনে খুশি অনেক বাগানি। শহর থেকেও অনেক সৌখিন ক্রেতা যান সোনারগাঁওয়ে, কেবল বাগান থেকে সরাসরি লিচু কিনতেই। ছবি : সকাল সন্ধ্যাবাগানের লিচুর পরের গন্তব্য স্থানীয় বাজার। সেখানে দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন সোনারগাঁওয়ের লিচু কিনতে। ছবি : সকাল সন্ধ্যা