Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
বিশ্ব চ্যাম্পিয়নশিপ

বাহরাইনে মাবিয়া, হাঙ্গেরিতে রাফি

ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু সামিউল ইসলাম রাফি।
ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু সামিউল ইসলাম রাফি।
[publishpress_authors_box]

প্রায় একই সময় ভারোত্তোলন ও সাঁতারে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। ৬-১৫ ডিসেম্বর বাহরাইনের মানামাতে হবে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। এরই মধ্যে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল বাহরাইনে পৌঁছেছে। যেখানে অংশ নেবেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।

 শনিবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হবেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার। এবারের ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস সুইমিং চ্যাম্পিয়নশিপ (২৫ মিটার) অনুষ্ঠিত হবে ১০-১৫ ডিসেম্বর, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলাদেশ দলের সঙ্গে মাবিয়া। ছবি: সংগৃহীত

জুলাইয়ে প্যারিস অলিম্পিকে অংশ নেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। এরপর গত নভেম্বরে সর্বশেষ জাতীয় সাঁতারে ৩টি ইভেন্টে রেকর্ড গড়েন। পাশাপাশি তিনি সোনা জেতা ৫টি ইভেন্টে। বিশ্ব সাঁতার সংস্থার বৃত্তিতে থাইল্যান্ডে প্রশিক্ষণ নেওয়া রাফি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। যুথী আক্তারও ব্যাকস্ট্রোকে দুটি ইভেন্টে অংশ নেবেন।

সাঁতার দলের ম্যানেজার হয়ে যাচ্ছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম মিয়া। ফেডারেশনের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত