Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ঢাকার উত্তরায় রামদা হাতে চড়াও তরুণ : ভিডিও ভাইরাল, নেপথ্যে কী

ঢাকার উত্তরায় রামদা হাতে এক দম্পতির ওপর চড়াও কয়েক তরুণ।
[publishpress_authors_box]

প্রকাশ্যে রামদা হাতে এক নারী ও পুরুষের ওপর চড়াও কয়েক তরুণ; পুরুষ ব্যক্তিটিতে রামদা দিয়ে আঘাত করছেন একজন, তাতে তিনি পড়ে যান। কোনোমতে উঠার পর আবার তার ওপর হামলার উপক্রম। তখন তার সঙ্গের নারী সামনে এসে দাঁড়িয়ে হাত জোড় করে কাকুতি-মিনতি করছেন না মারার জন্য। চলছে হৈ চৈ শোরগোল।  

১৩ সেকেন্ডের এই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, তা ঘটেছে রাজধানী ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে, সোমবার রাত ৯টার দিকে।

ভিডিওতে দেখা হামলার শিকার নারী-পুরুষ দম্পতি বলে পুলিশ জানিয়েছে। তাদের ওপর রামদা হাতে চড়াও হওয়া কিশোরদের দুজনকে গ্রেপ্তারের খবরও দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

তবে ঘটনাটি এরই মধ্যে ব্যাপকভাবে আলোচনায় এসেছে সোশাল মিডিয়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির হিসাবেও তা দেখাচ্ছেন কেউ কেউ।

কী ছিল ঘটনা

এই ভিডিওটি পোস্ট করে অপরাধ বিষয়ক সাংবাদিক ইদ্রিস আলী ফেইসবুকে লিখেছেন, “ঘটনাটি আজকে উত্তরা ৭ নাম্বার সেক্টরে আনুমানিক রাত ৯টার পর ঘটেছে। উচ্ছৃঙ্খল কিছু যুবক বাইকে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এক শিশু দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বাঁচে৷

“ওর বাবা মা প্রতিবাদ করলে তাদের ওপর এভাবেই হামলা চালায়। পরে স্থানীয়রা এক হয়ে এদের দুইজনকে ধরতে পারে। তবে পুলিশ নিয়ে যাওয়ার আগে তারা বেশ হুমকি-ধমকি দিয়ে যায়। বের হয়ে এসে দেখে নিবে৷ সবাইকে কোপাবে এমন হুমকি।”

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আল জাকি নামের একজন ঢাকা পোস্টকে বলেন, রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। হইচই শুনে তিনি নিচে নেমে দেখেন, লোকজন দুই তরুণকে মারধর করছেন। পরে শোনেন তারা সড়কে ‘মাস্তানি’ করছিল।

পুলিশের দেওয়া তথ্যের বরাতে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক প্রথম আলোকে বলেন, “বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তারাও এর প্রতিবাদ জানান।

“তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।”

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানও একই কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

তিনি বলেন, উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে সোমবার রাত ৯টার দিকে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। রিকশাচালক এর প্রতিবাদ জানান। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা দম্পতিও প্রতিবাদ জানান।

“এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা তাদের হুমকি দেয়। তারা ফোন করে আরও দু-একজনকে ডেকে আনে। এরপর সেখানে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।”

হামলাকারী কারা, গ্রেপ্তার হলো কে

দম্পতির ওপর চড়াও হওয়া কিশোররা স্থানীয় অপরাধী চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থল থেকে মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) নামে দুজনকে গ্রেপ্তারের খবরও দিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

স্থানীয়রাই ‘কিশোর গ্যাং’য়ের দুই সদস্যকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বলে ঢাকা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে।

ওসি হাফিজ বলেছেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আক্রান্ত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই ঘটনার যে ভিডিও সাংবাদিক ইদ্রিস ফেইসবুকে দিয়েছেন, সেখানে আরেক সাংবাদিক মন্তব্য করেছেন, “কী ভয়ঙ্কর এক দেশে বাস করছি আমরা!” আরেকজন লিখেছেন- “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কি কোনও উন্নতি হবে না?”

একজন হতাশার সুরে লিখেছেন- “আসলে কী আর বলবো, আমরা সবাই আতঙ্কের মধ্যে রাত কাটাই আর দিনের বেলা যেন আত্মাটাকে হাতে নিয়ে বের হই।”

হামলাকারীদের নিয়েও নানা মন্তব্য আসছে সেই পোস্টের নিচে। একজন লিখেছেন- “আমাদের এমন নিরাপত্তা দানকারী মহান তথাকথিত ছাত্র সমাজ!” আরেকজন আবার লিখেছেন- “এরা সবাই নিষিদ্ধ লীগ, তাই এসব শুরু করেছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত