Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবকের কব্জি বিচ্ছিন্ন

ss-madaripur-6-7-24
[publishpress_authors_box]

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। আহত ওই যুবকের নাম বিপ্লব মৃধা (৩৮)।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের চরমুগরিয়া ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিপ্লব মৃধাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত বিপ্লব শহরের চরখাগদী এলাকার বজলু মৃধার ছেলে।

মাদারীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বিপ্লব মৃধার লোকজনের সঙ্গে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে কয়েক মাস আগে আকাশ খানকে কুপিয়ে গুরুতর আহত করে বিপ্লব মৃধার লোকজন। শনিবার বিপ্লব মৃধাকে একা পেয়ে সেই ঘটনার প্রতিশোধ নিতে আকাশ খানের লোকজন কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে।

পরে স্থানীয়রা বিপ্লবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহত বিপ্লব মৃধার স্ত্রী লাবন্য বেগম বলেন, “আমার স্বামীকে তারা অন্যায়ভাবে কুপিয়ে হাত নিয়ে গেছে। আমার স্বামী এখন পঙ্গু হয়ে গেল। আমি এই ঘটনার বিচার চাই। আমার স্বামীর হাত ফেরত চাই।”

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, “আহত বিপ্লব মৃধার যখন হাসপাতালে আসেন তখন সঙ্গে কব্জি ছিল না। আমরা তাই হাতের কব্জি ছাড়াই দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠাই।”

ঘটনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে বলে জানান মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিচ্ছিন্ন হওয়া কব্জিটি এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা দ্রুত হাতের কব্জিটি উদ্ধার করার চেষ্টা করছি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত