Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

[publishpress_authors_box]

মাদারীপুরের শিবচরে দুটি আলাদা জায়গায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকা এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে রাশেদ মুন্সী (২৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালের দিকে হঠাৎ ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে হতে থাকে বজ্রপাতও। এসময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্না ঘর থেকে বসত ঘরে যাচ্ছিল। হঠাৎ উঠানের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার রাশেদ মুন্সী নামের এক যুবকের মৃত্যৃ হয়।

তবে বজ্রপাতে কারও মৃত্যুর খবর এখনও পাননি বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার। তিনি বলেন, “আমরা খোঁজখবর নিচ্ছি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত