আমাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ ‘মেইড ইন হ্যাভেন’ খ্যাত অভিনেতা অর্জুন মাথুর ও তার দীর্ঘদিনের প্রেয়সী টিয়া তেজপাল মালা বদল করেছেন বলে জানা গিয়েছে।
ঘনিষ্ঠজনদের মধ্যেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে ভারতীয় বিনোদন সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা খবর দিয়েছে।
অর্জুন-টিয়া জুটির কেউই নিজেদের বিয়ের খবর নিয়ে প্রকাশ্যে এখন পর্যন্ত কিছু বলেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, অর্জুন এবং টিয়া দুইজনেই অগ্নিমণ্ডপের সামনে মুখোমুখি হাসিমুখে বসা এবং দুইজনের গলাতেই বিয়ের মালা। এসময় দুইজনের মুখে নববিবাহিতের স্মিত, স্নিগ্ধ হাসিও দেখা যায়।
‘মেইড ইন হ্যাভেন’ সিরিজটি তৈরি হয়েছে একটি ম্যারিজ ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়ে। আমাজন প্রাইমে এখন পর্যন্ত মুক্তি পাওয়া এই সিরিজের পরিচালক মোট ৪ জন- জোয়া আখতার, নিত্যা মেহরা, প্রশান্ত নায়ার ও অলঙ্কৃতা শ্রীবাস্তব।
সিরিজে অর্জুন মাথুর ম্যারিজ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের একজন উদ্যোক্তা হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন। তবে এই সিরিজের অন্যতম চমক ছিল অর্জুনের সমকামী চরিত্রটি। এ চরিত্রের সঙ্গে অর্জুন এতটাই সাবলীলভাবে মিশে গিয়েছেন যে, তার একজন নারীকে বিয়ের ব্যাপারটি এ সিরিজের দর্শকদের অনেকের কাছেই বড়সড় ধাক্কাও বটে। আর এর সঙ্গে যোগ হয়েছে, অর্জুনের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রায় তথ্যহীনতার ব্যাপারটি। নিজের ব্যক্তিজীবন সম্পর্কে বরাবরই গণমাধ্যমকে খুবই কম জানতে দিয়েছেন এ অভিনেতা।