মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালানের যুগল নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দুজনকে ‘আমি যে তোমার’ গানটির সঙ্গে নাচতে দেখা যায়।
মুক্তির অপেক্ষায় থাকা ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার শুটিং থেকে এই নাচের দৃশ্য ধারণ করা হয়। গানটি সিনেমাটির তৃতীয় সিক্যুয়েলের তৃতীয় সংস্করণ। বুধবার সম্পূর্ণ গানটির অডিও ট্র্যাক ইউটিউবে প্রকাশিত হয়েছে। ২৫ অক্টোবর গানের ভিডিও প্রকাশ পাবে।
এর আগে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার মুক্তি প্রাপ্ত ট্রেইলারে মাধুরী দীক্ষিতকে এক ঝলক দেখে চমকে যায় ভক্তরা। অবশ্য শুটিং এর ভিডিও সেই চমককেও গেছে ছাড়িয়ে।
আরেকটি বড় খবর হল ২০০৭ এর পর বিদ্যা বালান আবারও ফিরে এসেছেন ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজিতে। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, “১৭ বছর পর ‘ভুল ভুলাইয়া’তে ফিরে এসেছি। এই ১৭ বছর ‘ভুল ভুলাইয়া’র কারণে আমি যে ভালোবাসা পেয়েছি, আশা করছি তিন নম্বর সিক্যুয়েলে অভিনয় করে আগামী ১৭ বছর সেই একই ভালোবাসা পাবো।”
তিনি আরও বলেন, “ আর কার্তিক যেমন বলেছে (কার্তিক আরিয়ান), ‘ভুল ভুলাইয়া টু’-এর শুটিং হয়েছিল জয়পুরে, প্রথমটির পুরো শুটিংও জয়পুরেই হয়েছিল। তাই জয়পুরের সঙ্গে পুরো টিমের একটি পুরনো সম্পর্ক আছে, এবং সেই কারণেই আমরা ট্রেইলার মুক্তির ইভেন্টটি এখানেই করছি। আপনারা ১ নভেম্বর প্রেক্ষাগৃহে গিয়েই সিনেমাটি দেখবেন, আর না হলে মঞ্জুলিকা (বিদ্যা বালানের চরিত্র) কিন্তু আপনাদের ভয় দেখাতে আসবে (হেসে হেসে)।”
‘ভুল ভুলাইয়া থ্রি’ বক্স অফিসে ‘সিংহম এগেইন’ এর সঙ্গে নামছে প্রতিযোগিতায়। এই দুটি সিনেমাই ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।