জিন্স বিতর্কে দাবার র্যাপিড বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার অযোগ্য ঘোষণা করা হয়েছিল ম্যাগনাস কার্লসেনকে। ক্ষোভে ব্লিৎজ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও নাম প্রত্যাহার করে নেন সর্বকালের অন্যতম সেরা এই দাবাড়ু। তবে ফিদে ঝামেলা মিটিয়ে নেয় তার সঙ্গে। এমনকি প্রত্যাহার করে নেয় পোশাক নীতিমালাও।
এরপর ব্লিৎজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিরে ইতিহাস গড়লেন কার্লসেন। বছরের শেষ দিন জিতলেন ব্লিৎজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা। এবার অবশ্য চ্যাম্পিয়ন হয়েছেন যৌথভাবে। রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ইয়ান নেপোমনিয়াচির সঙ্গে ভাগাভাগি করে নেন শিরোপা।
Magnus Carlsen suggested to Ian Nepomniachtchi to share the first place! #RapidBlitz pic.twitter.com/GILoLJai58
— International Chess Federation (@FIDE_chess) December 31, 2024
দাবার ১৫০০ বছর আর ফিদের ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে ঘটল যৌথ চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা। নেপোমনিয়াচির বিপক্ষে একটা সময় এগিয়ে গিয়েছিলেন কার্লসেন। টানা দুই ম্যাচ জেতার পর শিরোপার জন্য কার্লসেনের দরকার ছিল শুধু আর একটা ড্র।
এরপর রূপকথার প্রত্যাবর্তন নেপোমনিয়াচির। তিনিও টানা দুই ম্যাচ জেতায় খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে টানা তিন ম্যাচ ড্র করেন কার্লসেন ও নেপোমনিয়াচি।
এরপর শিরোপা ভাগাভাগির প্রস্তাব দিয়েছিলেন কার্লসেনই। হতবাক নেপোমনিয়াচি কোন সময় নষ্ট না করে মেনে নেন প্রস্তাবটা। তাতে ফিদেও রাজি হলে প্রথমবার যৌথ চ্যাম্পিয়ন দেখে ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ।
বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে আবার ১ মিনিট দেরিতে এসেছিলেন কার্লসেন। সেই ম্যাচ জিতে যান ৩ মিনিটের মধ্যে! যাত্রাটা শেষ হলো শিরোপা জিতে, যা ব্লিৎজ বিশ্বচ্যাম্পিয়নশিপে তার অষ্টম শিরোপা।