Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

একশ কোটির ক্লাবে তামিল ‘মহারাজা’

maharaja-movie-070424
[publishpress_authors_box]

টানা ১৯ দিনে তামিল নাড়ু তো বটেই, ভারতের বক্স অফিসে ইতিহাস লিখেছে বিজয় সেতুপতির সিনেমা ‘মহারাজা’।

মেগাবাজেটের ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সঙ্গে জোর টক্কর দিয়েছে ‘মহারাজা’। কাল্কি এর সাফল্যের মধ্যেও মহারাজা টেনে নিয়েছে ১৭ দশমিক ৯৫ শতাংশ তামিল দর্শক।

নিথিলান সামিনাথান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৪ জুন। বাজেট ছিল মোটে ২০ কোটি রুপি। প্যাশন স্টুডিও এবং দ্য রুট প্রযোজিত ‘মহারাজা’ একের পর এক রেকর্ড ভাঙ্গার মধ্যে দিয়ে বিজয় সেতুপতির এই ‍মুহূর্তের সেরা সাফল্য হয়ে ধরা দিয়েছে।

বহুমাত্রিক এই অভিনেতার ৫০তম সিনেমা মহারাজা। কে জানতো, সেই মহারাজাই মুক্তি পাওয়ার ২১ দিনের মাথায় ১০০ কোটি রুপি বক্স অফিস থেকে আয় করে আনবে! তামিল এই নায়ক বলিউডেও হার্টথ্রব হয়ে উঠেছেন।

বিজয় সেতুপতির সঙ্গে মহারাজাই অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ ও মমতা মোহনদাস। সিনেমাটি ভারতের গণ্ডিতেই ব্যবসা করছে তা নয়। এরমধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও বক্স অফিস কাঁপিয়েছে এটি।

মুক্তির প্রথম সপ্তাহে ৩৮ কোটি ৯০ লাখ, দ্বিতীয় সপ্তাহে ২৩ কোটি ৪৫ লাখ এবং তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৪২ লাখ রুপি আয় করে মহারাজা। তৃতীয় সপ্তাহে অবশ্য কাল্কি সিনেমার ঝড়ে কিছুটা আয় কমে আসে এর। তারপরও বক্সঅফিসে মহারাজার জয়রথ পুরোপুরি থামেনি। ভারতের বক্স অফিস থেকে প্রায় ৮০ কোটি রুপি এবং অন্যান্য দেশের বক্স অফিস থেকে মহারাজার আয় এখন পর্যন্ত ২৪ কোটি রুপি। বিশ্ব জুড়ে এই সিনেমার মোট আয় ১০৩ কোটিরও বেশি দাঁড়িয়েছে।

একজন নাপিতের প্রতিশোধ নেওয়ার গল্প নিয়ে এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিথিলান সামিনাথান। আইএমডিবিতে এই সিনেমার রেটিং এখন ৮.৬/১০।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত