রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি সংবাদ সংস্থা বাসস’র প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের পদে নিয়োগ পেয়েছেন সাহিত্যিক-সাংবাদিক মাহবুব মোর্শেদ। এই পদে থাকা আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শনিবার বেশ কয়েকটি নিয়োগ, রদবদল, পদায়নের প্রজ্ঞাপন হয়। এর মধ্যে একটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিবও পরিবর্তন হয়েছে।
আওয়ামী লীগ সরকার আমলে বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন আবুল কালাম আজাদ।
তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্টাংশ বাতিলের পাশাপাশি মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী মাহবুব মোর্শেদের সাংবাদিকতা শুরু ২০০৩ সালে আজকের কাগজ দিয়ে। তারপর প্রথম আলো, যায়যায়দিন, সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন তিনি। এখন তিনি অভিমত নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক।
গল্পকার ও কবি মাহবুব মোর্শেদ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের দমন-পীড়নের প্রতিবাদে সরব ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসনে ব্যাপক রদবদল হচ্ছে।
আবুল কালাম আজাদের পাশাপাশি বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-অর-রশীদ আসকারী, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কলকাতায় বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব রঞ্জন সেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৪ আগস্ট জননিরাপত্তা সচিবের পদে নিয়োগ দেওয়া হয়েছিল মো. মোকাব্বির হোসেনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তনের পর তিন দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
জননিরাপত্তা বিভাগের সচিব পদে ২ বছরের চুক্তিতে নতুন নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব আব্দুল মোমেন।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে শেখ আব্দুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে মো. এহছানুল হক, রেলপথ বিভাগের সচিব পদে এম এ আকমল হোসেন আজাদ, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে নাসিমুল গণি নিয়োগ পেয়েছেন।
এই চার অতিরিক্ত সচিবই নতুন পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।