আগেরদিন দুই নতুন নির্বাচক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট করেছিলেন নিজেদের ভাবনা-চিন্তা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) টিকে যাওয়া পুরনো নির্বাচক আব্দুর রাজ্জাক কথা বলেছেন শ্রীলঙ্কা সিরিজের দল নিয়ে। সেখানে দুই মেহেদীর লড়াইয়ে টিকে গেলেন শেখ মেহেদী। বাদ পড়েছেন মেহেদী মিরাজ। এছাড়া মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তির পেছনে আছে নির্বাচকদের বিশ্বকাপ চিন্তা। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ঢুকেছেন এই ব্যাটার।
আগামী মাসে দেশের মাটিতে শুরু শ্রীলঙ্কা সিরিজের জন্য তিনটি টি-টোয়েন্টি ও দুটো ওয়ানডের দলে বড় চমক আলিস আল ইসলামের অন্তর্ভুক্তি। চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অফ স্পিনার ৮ ম্যাচে ৭ উইকেট নিয়ে দলে ঢুকে গেছেন। জাতীয় দলে ঢোকার জন্য এটা মোটেও ভালো পরিসংখ্যান নায়। তবে আব্দুর রাজ্জাকের যুক্তি, “তার বোলিংয়ের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটু আন অর্থোডক্স। এজন্য তাকে আমরা দেখতে চাচ্ছি, শ্রীলঙ্কার বিপক্ষে কেমন করে।”
ওদিকে দুই মেহেদীর লড়াইয়ে ছিটকে গেছেন অভিজ্ঞ মিরাজ। আব্দুর রাজ্জাকরা চেয়েছেন একজন অফ স্পিনারকে রাখতে, “এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে দুজন অফ স্পিনার রাখা কঠিন। শেখ মেহেদী ভালো বোলিং করছে, সে আমাদের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট। এ কারণে মেহেদী মিরাজ নেই।” শেখ মেহেদী হাসান চলমান বিপিএলে ৯ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।
এই দল নির্বাচনে রাজ্জাকের সঙ্গে ছিলেন বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। তাদের দেওয়া শেষ দলে প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ। কেন্দ্রীয় চুক্তিতে না থাকার পরও ফেরানো হয়েছে এই ব্যাটারকে।
রাজ্জাক এখানে চুক্তির সঙ্গে দলে ঢোকার কোনও সম্পর্ক দেখছেন না, “কেন্দ্রীয় চুক্তির সঙ্গে দলে সুযোগ পাওয়ার কোনও সম্পর্ক নেই। আগের বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় চুক্তি হয়। আগের বছর রিয়াদ (মাহমুদউল্লাহ) ওরকম টি টোয়েন্টিই খেলেনি। এখন দেখে মনে হচ্ছে, সে ভালো খেলছে, তাই দলে রাখা হয়েছে। ভালো পারফরম্যান্সের ধারা বজায় রাখলে সে বিশ্বকাপের চিন্তাতেও থাকবে।”
২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে মাহমুদউল্লাহ সর্বশেষ খেলেছিলেন জাতীয় দলে। এবারের বিপিএলে ৯ ম্যাচে ১৯৭ রান করে প্রায় দেড় বছর পর দলে ঢুকেছেন এই ব্যাটার।