Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় রুপা জিতলেন বাংলাদেশের মাহফুজুর

ath ee n
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক মঞ্চে বারবার নিজেকে চিনিয়ে চলেছেন মাহফুজুর রহমান। গত ফেব্রুয়ারিতে তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হাইজাম্পে ব্রোঞ্জ জেতেন মাহফুজুর। এবার মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রুপা জিতলেন বাংলাদেশের এই অ্যাথলেট।

রবিবার সকালে মালয়েশিয়ার দারুল মাকমুর কুয়ানতান স্টেডিয়ামে মাহফুজুর লাফিয়েছেন ২.১০ মিটার উচ্চতায়।

অবশ্য তেহরানে তিনি এর চেয়েও বেশি উচ্চতায় লাফিয়ে ব্রোঞ্জ জেতেন। ইরানে মাহফুজুর লাফিয়েছেন ২.১৫ মিটার।

২০২২ সালে নেপালে অনুষ্ঠিত সর্বশেষ এসএ গেমসেও মাহফুজুর রুপা জিতেছিলেন।

একেবারে অল্প অনুশীলনে এবার মালয়েশিয়া গেছেন মাহফুজুর। এই প্রতিযোগিতায় রুপা জিতবেন, এমনটা মোটেও ভাবেননি তিনি। মালয়েশিয়া থেকে মুঠোফোনে সকাল সন্ধ্যাকে তিনি জানান, “আমি নতুন গেমসকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। এজন্য পুরো কন্ডিশনিং পিরিয়ডের মধ্যে ছিলাম কিছু দিন। আমি এখানে আসার আগে ১.৬০ এবং ১.৭৫ এমন উচ্চতায় লাফিয়ে এসেছি। আসলে মাত্রই প্রস্তুতি শুরু করছি। এরপর যখন এই প্রতিযোগিতার চিঠি পেলাম তখন ৩-৪ দিন হালকা অনুশীলন করেছি। একটু ওয়ার্ম আপ করেছি। এরপর এখানে এসে রুপা জিতে আমি বেশ অবাকই হয়েছি। ”

পদক মঞ্চের সামনে দাঁড়িয়ে মাহফুজুর। সবার বামে।

আগামী অক্টোবরে ভারতে হবে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নস। সেটিকেই পাখির চোখ করছেন মাহফুজুর, “সামনে দক্ষিণ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস হবে। সেখানে চেষ্টা করবো এসএ গেমসের উচ্চতা (২.১৬ মিটার) ছাপিয়ে যেতে। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। আমি আসলে ভাবতেও পারিনি এখানে এত উচ্চতায় জাম্প করতে পারব। এখানে রুপা জয় আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এখন নিজের সর্বোচ্চটা দিয়ে এই ৪ মাস অনুশীলন করার আশা আছে।”

বাংলাদেশের অ্যাথলেটিকসে স্প্রিন্টারে আশা ভরসার নাম হয়ে উঠেছেন ইমরানুর রহমান। আর হাইজাম্পের পুরুষ ও নারী দুই বিভাগেই নিয়মিত পদক জিতছেন মাহফুজুর ও রিতু আক্তার। তাই আগামী এসএ গেমসে এই দুই অ্যাথলেটকে ঘিরেই স্বপ্নজাল বুনছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।   

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত