Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে তামিম-শান্তদের শ্রদ্ধা

mahmudullah-5
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

শেষ হচ্ছে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি অধ্যায়। শনিবার (১২ অক্টোবর) ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। হায়দরাবাদের এই ম্যাচেই কুড়ি ওভারের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মাহমুদউল্লাহ। বিদায়ী ম্যাচে সতীর্থদের কাছ থেকে সংবর্ধনা পেয়েছেন তিনি।

তৃতীয় টি-টোয়েন্টির আগেই সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এরপরও হায়দরাবাদের ম্যাচটি লাল-সবুজ জার্সিধারীদের জন্য ‘বিশেষ’ হয়ে উঠেছে মাহমুদউল্লাহর কারণে। মাঠে নামার আগেই বাংলাদেশ দলের সতীর্থদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

রাজীব গান্ধী স্টেডিয়ামে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশেষ স্মারণ তুলে দেন মাহমুদউল্লাহর হাতে। অন্য খেলোয়াড়রা তখন হাততালি দিয়ে শ্রদ্ধা জানান অভিজ্ঞ এই ক্রিকেটারকে। শুধু বর্তমান সতীর্থরা নয়, ওই সময় মাহমুদউল্লাহ পেয়েছিলেন তামিম ইকবালকেও। ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন বাঁহাতি ওপেনার।

দিল্লির দ্বিতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। জানিয়েছিলেন, হারদরাবাদের ম্যাচের পর কুড়ি ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। গত ১৭ বছরে এই ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত খেলা ১৪০ টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার ৪৩৬ রান। ২৩.৬৫ গড়ে স্ট্রাইকরেট ১১৭.৫১। ৮ হাফসেঞ্চুরিতে তার সর্বোচ্চ ইনিংস হার না মানা ৬৪ রানের। বল হাতে নিয়েছেন ৪০ উইকেট। যেখানে ১০ রানে ৩ উইকেট তার সেরা বোলিং।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত