Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

এআইর আঞ্চলিক কেন্দ্র হতে চায় মালয়েশিয়া, চালু করল জাতীয় দপ্তর

Malaysia-launches-national-AI-office
[publishpress_authors_box]

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে আঞ্চলিক কেন্দ্রে পরিণত হতে চায় মালয়েশিয়া। এই লক্ষ্যে বৃহস্পতিবার দেশটি জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা দপ্তর চালু করেছে।

এই দপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নীতিমালা তৈরি এবং নিয়ন্ত্রণগত বিষয় সমাধানের জন্য কাজ করবে।

গত এক বছরে মালয়েশিয়া বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে এআই এবং ক্লাউড সেবার বাড়ন্ত চাহিদা মেটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে।

এআই দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “এটি আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় আরেকটি ঐতিহাসিক মুহূর্ত।”

দপ্তরটি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি কেন্দ্রীয় সংস্থা হিসাবে কাজ করবে। এটি কৌশলগত পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন এবং নিয়ন্ত্রক তদারকিসহ বিভিন্ন দায়িত্ব পালন করবে বলে এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

প্রথম বছরে এটি ৭টি লক্ষ্য অর্জনে কাজ করবে। এর মধ্যে রয়েছে একটি নীতিমালা, এআই নিয়ন্ত্রণ কাঠামো এবং ২০৩০ সাল পর্যন্ত একটি পাঁচ বছরের এআই প্রযুক্তি কর্মপরিকল্পনা তৈরি।

বৃহস্পতিবার দেশটির সরকার ছয়টি কোম্পানির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাও দিয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যামাজন, গুগল ও মাইক্রোসফট।

কোম্পানিগুলো গত এক বছরে মালয়েশিয়ায় ডেটা সেন্টার, ক্লাউড এবং এআই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

বিভিন্ন ডিজিটাল উদ্যোগ ২০২৪ সালে মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দেশটির বিনিয়োগ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশটিতে তথ্য ও যোগাযোগ উপ-খাতে ৭১.১ বিলিয়ন রিঙ্গিত (প্রায় ১৬.০৬ বিলিয়ন মার্কিন ডলার) অনুমোদিত বিনিয়োগ হয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত