Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

পুরনো দ্বন্দ্ব মিটিয়ে কেন ইমরান হাশমিকেই আবারও চান মল্লিকা শেরাওয়াত?

mallika-emran-hasmi-02
[publishpress_authors_box]

বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়ার কারণে মল্লিকা শেরাওয়াত কিছুটা মরিয়াই হয়ে উঠেছেন। বড় পর্দায় হিট কোনও সিনেমা তো দূরে থাক, নিদেনপক্ষে তার অভিনীত তেমন কোনও ব্যবসা সফল সিনেমাও নেই এক যুগ ধরে। তবে নিজের আবেদনময়ী বাচনভঙ্গি ও সোশাল মিডিয়ায় চমক দিয়ে এখনও বিস্মৃতির কাতারে যাননি। ফিগার ও ফিটনেস দিয়ে তারুণ্য ধরে রেখেছেন। কতদিন রাখতে পারবেন সেটাও একটি প্রশ্ন বটে।

বিনোদন ওয়েবসাইট বলিউড হাঙ্গামা বলছে, প্রধান নায়িকার চরিত্রে মল্লিকা শেরাওয়াত যে সিনেমাগুলোয় অভিনয় করেছেন, তার মধ্যে ইমরান হাশমির বিপরীতে ‘মার্ডার’ (২০০৪) এবং গায়ক হিমেশ রেশামিয়ার সঙ্গে ‘আপ কা সুরুর’ (২০০৭) ছিল মোটামুটি ব্যবসা সফল। তবে হিমেশের বিপরীতে ‘আপ কা সুরুর’ সিনেমায় অভিনয় করেছেন হান্সিকা মাতওয়ানি। কাজেই সাফল্যের সিকিও মল্লিকার ভাগে পড়ে না। মল্লিকার আরেকটি ব্যবসাসফল সিনেমা ধরা হয়, ‘কিসমাত লাভ প্যায়সা দিল্লি’-কে , যাতে তিনি জুটিবদ্ধ হয়েছিলেন বিবেক ওবরয়ের সঙ্গে। এটি মুক্তি পেয়েছিল সেই ২০১২ সালে।

তবে ‘মার্ডার’ সিনেমা মল্লিকাকে দিয়েছিল বলিউডের অন্যতম উষ্ণ নায়িকার মুকূট। প্রায় এক যুগেরও বেশি সময় পরে সাপের সিনেমা ‘হিসস’ এ নগ্ন হয়ে ক্যামেরার সামনে এলেও মার্ডার পরবর্তী সেই উষ্ণতা ছাপিয়ে যেতে পারেননি মল্লিকা।

বলিউডের ‘সিরিয়াল কিসার’ নায়ক হিসেবে ইমরান হাশমির ক্যারিয়ারও ‘মার্ডার’ সিনেমার সময়ে ছিল তুঙ্গে। উপহার দিয়ে যাচ্ছিলেন কম বাজেটের মধ্যেই একের পর এক ব্যবসা সফল সিনেমা।

ভারতীয় সিনেমার পেয়ার-মহব্বত দৃশ্যায়নের রাখঢাক ভেঙে ইমরান হাশমির বাঁধভাঙা চুম্বন দৃশ্য লক্ষ তরুণীর মন জয় করে নিয়েছিল। ক্যামেরার সামনে ইমরানের সঙ্গে মল্লিকা শেরাওয়াতের ক্যামিস্ট্রি যেন সিনেমা ছিল না, আগুনের গোলা। এতটাই ভালো জমেছিল সেই রসায়ন যে, হলিউডের ‘স্লিপিং উইথ দ্য এনিমি’ সিনেমার নকল জানা সত্ত্বেও ‘মার্ডার’ দেখতে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে গিয়েছিলেন দর্শকরা।

মার্ডার সিনেমাতে ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াত

কিন্তু তারপরই ইমরান হাশমির সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন মল্লিকা শেরাওয়াত। বছর তিনেক আগে মন্দিরা বেদীর উপস্থাপনায় এক টক শো-তে মল্লিকা শেরাওয়াত জানিয়েছিলেন, মূলত ইগোর দ্বন্দ্বই তার ও ইমরান হাশমির মধ্যে প্রকট হয়ে উঠেছিল। তিনি বলেন, “সবচেয়ে মজার বিষয়টা ছিল ইমরান হাশমির সঙ্গে। মার্ডার-এর শুটিংয়ের সময় এবং তারপরে, দুইজন আর কথা বলিনি, সেটা খুব ছেলেমানুষি ছিল। ছবির প্রমোশনের সময় আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওটা একদম জরুরি ছিল না, অপ্রয়োজনীয়… আমার পক্ষ থেকেও খুব বোকামি ছিল।”

২০১৪ সালে কারাণ জোহারের টক শো ‘কফি উইথ কারাণ’-এ ইমরান হাশমি বলেছিলেন, মল্লিকা খুব বাজে ‘কিসার’। ওই শো-তে তিনি মল্লিকার ইংরেজি এবং হলিউডে অভিনয়ের আকাঙ্ক্ষা নিয়েও কটাক্ষ করেন।

তবে বছর তিন-চার হলো ইমরান হাশমির মতও পাল্টেছে। তিনিও মল্লিকার সঙ্গে তার দ্বন্দ্বকে ছেলেমানুষীই বলছেন। অনেকদিন পর এই দুইজনের এক বিয়ের অনুষ্ঠানে দেখা এবং কথাও হয় এ বছরই।

এসব কিছু নতুন খবর নয়। তাহলে নতুন খবর কী? নতুন খবর হচ্ছে, মল্লিকা শেরাওয়াত আসলে ‘মার্ডার’-এর সময়কার ইমরান হাশমিকে ‘মিস’ করছেন। তিনি সম্ভবত বুঝতে পারছেন, বলিউডে ক্রমেই তার সুযোগ সীমিত হয়ে আসছে।

প্রায় দুই যুগ পর মল্লিকা আর ইমরান হাশমির দেখা ও কথা হয় এ বছরই এক বিয়ের অনুুষ্ঠানে।

কেননা, তার সাম্প্রতিক অভিনীত সিনেমা ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’, যেটি এই শুক্রবারই মুক্তি পেয়েছে, বক্স অফিসে ফ্লপের তকমায় ধারাবাহিকতা রাখবে বলেই হিসেব-নিকেশ বলছে। একইসঙ্গে আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রথমদিন রাজ শান্ডিল্য পরিচালিত ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমাটির ভারত জুড়ে ৩ হাজার ৫০০টি শো হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহে সিটের বিপরীতে দর্শক উপস্থিতি ছিল মাত্র ১ কোটি ৯৭ লাখ রুপি। অপরদিকে ভাসান বালা পরিচালিত ‘জিগরা’-র প্রথমদিনের আয় মাত্র ১ কোটি ৬১ লাখ রুপি।

মজার ব্যাপার হলো,  ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’- এর মূল ‘ভিকি’ চরিত্রে অভিনয়কারী রাজকুমার রাওয়ের ঠিক আগের সিনেমা ‘স্ত্রী টু’ বলিউডের সর্বকালের সবচেয়ে লাভজনক সিনেমার রেকর্ড করেছে। এখন পর্যন্ত সেটি দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে।

‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’-এর মূল নায়িকা বিদ্যা চরিত্রেও মল্লিকা শেরাওয়াত নন, বরং অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। তবে পূজার উৎসবে মুক্তি পাওয়া সিনেমার প্রথম দিনের আয় মল্লিকাকে বিচলিত করতেই পারে। মূল চরিত্র না হলেও দায় তো তার থেকেই যায়। আর তাই হয়তো নতুন ও ভালো কিছু খুঁজছেন। চাইছেন পুরনো বিভিন্ন মানুষের সঙ্গে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আবার ফিরে আসা যায় কি না।

সিনেমা মুক্তির দিন শুক্রবারই ইন্ডিয়া টুডে মল্লিকার একটি সাক্ষাৎকার ছাপিয়েছে। তিনি জানিয়েছেন, একটি ভাল স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছেন। “আমি আবারও মার্ডারের মতো ছবি করতে চাই। [মুকেশ ভাট] ভাট সাহেব, আপনি কি শুনছেন?”

এসময় ইন্ডিয়া টুডে জানতে চায়, তিনি ইমরানের সঙ্গে আবার জুটিবদ্ধ হতে চান কিনা। উত্তর প্রশ্ন না ফুরোতেই দেন মল্লিকা, “অবশ্যই।”

এ বছরের এপ্রিলে ফিল্ম প্রডিউসার আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে দেখা হলে মল্লিকাকে হৃদ্যতাপূর্ণ আলিঙ্গন করেন ইমরান এবং ডেকে নিয়ে ছবিও তোলেন হাসিমুখে। তখন কী কথা হয়েছিল জানতে চাইলে মল্লিকা বলেন, “বিশেষ কিছু নয়”।

তবে ওই দেখা হওয়ার পর কিংবা আগে থেকেই ইমরান সম্পর্কে মল্লিকার দৃষ্টিভঙ্গি আমূল পাল্টেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি (তাদের দ্বন্দ্ব) শিশুসুলভ ছিল। ইমরান একজন অসাধারণ মানুষ। তিনি একজন ব্যক্তির প্রকৃত রত্ন। সেই সময় আমরা তরুণ ছিলাম, অহংকার মধ্যে এসেছিল, লোকেরা ভুল পরামর্শ দিয়েছিল, মানুষজন কান ভারী করেছিল, তাই এই ধরনের সবকিছু নেতিবাচক প্রভাব রেখেছে, তবে আমি খুব আনন্দিত যে সেগুলো এখন অতীত। আমি তার সঙ্গে আবার কাজ করতে চাই।”

৩১ বছর বয়সী আলিয়া ভাট ফ্লপ খেলে ফিরে আসতে পারবেন। কিন্তু ৪৭ বছর বয়সী মল্লিকা কী সেই সুযোগ পাবেন? নাকি ওটিটি প্লাটফর্ম, ফেইসবুক ও ইনস্টা দিয়েই তার গ্ল্যামার যাত্রা শেষ হবে?

‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ স্পয়লার
ভিকি ও বিদ্যা হানিমুনে যায়। এসময় তাদের অন্তরঙ্গ দৃশ্য তারা ভিডিও করে। পরদিন টিভিসহ ভিডিওটি চুরি হয়ে যায়। ওই ভিডিও খোঁজা নিয়েই গল্পটি। মল্লিকা শেরাওয়াত এখানে ভিকির বোনের চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত