Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

মাথায় আঘাত পাওয়া মমতার অবস্থা ‘স্থিতিশীল’

মাথায় ব্যান্ডেজ বাঁধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মাথায় ব্যান্ডেজ বাঁধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
[publishpress_authors_box]

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বৃহস্পতিবার নিজ বাসভবনে পড়ে গিয়ে কপালে ও নাকে আঘাত পেয়েছিলেন। তবে তার স্বাস্থ্যের অবস্থা এখন ‘স্থিতিশীল’ বলে শুক্রবার রাজ্যের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আঘাতপ্রাপ্ত মমতাকে বাড়ি থেকে তারই ভাগ্নে অভিষেক ব্যানার্জি গাড়িতে করে কলকাতার এএসকেএম হাসপাতালে নিয়ে যান। তবে ঠিক কীভাবে ৬৯ বছর বয়সী মমতা আঘাত পেয়েছেন তা এখনও জানা যায়নি।

অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মুখ্যমন্ত্রী ‘ধাক্কার কারণে’ পড়ে গিয়েছিলেন।

মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ‘জেড ক্যাটাগরির’ নিরাপত্তা পান। দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় তার বাসভবনেও নিরাপত্তার জন্য বিশেষ একটি দল সার্বক্ষনিক দায়িত্বে থাকে।

এমন নিরাপত্তার মধ্যেও কীভাবে মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে আঘাত পেলেন এনিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় কোনও মামলা হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়ার ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। আমরা তার বাসভবনের চারপাশে নিরাপত্তা বাড়িয়েছি। কোনও নিরাপত্তা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

কলকাতার এসএসকেএম হাপাতালের প্রধান অধ্যাপক মানিময় বন্দোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মাথায় চোট পেয়েছেন। তার কপাল ও নাকের আঘাত থেকে রক্ত ঝড়ছিল। প্রাথমিকভাবে আমাদের হাসপাতালের নিউরোসার্জারি, মেডিসিন ও কার্ডিয়োলজি বিভাগের জ্যেষ্ঠ ডাক্তাররা তাকে পরীক্ষা করেন।”

তিনি আরও জানান, মমতা ব্যানার্জির কপালে তিনটি ও নাকে একটি সেলাই করা হয়।

শুক্রবার সকালে মমতার আরও একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত