টানা দুই ড্র ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠে আর্সেনালের সঙ্গে কোনোমতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। এবার নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্ক থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল।
অর্থাৎ, প্রিমিয়ার লিগে ২ ম্যাচে ৪ পয়েন্ট হারাল ম্যান সিটি। এরপরও ৬ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এক ম্যাচ কম খেলা লিভারপুল ও অ্যাস্টন ভিলা (দুই দলেরই ১২ পয়েন্ট) নিজ নিজ ম্যাচ জিতলে শীর্ষস্থান হারাবে ম্যান সিটি।
FULL-TIME | A draw on the road 🤝
— Manchester City (@ManCity) September 28, 2024
🏰 1-1 🩵 #ManCity | @okx pic.twitter.com/7BUL1SPcSu
ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গিয়েছে রোদ্রির। অন্যদিকে চোটের কারণে খেলতে পারেননি কেভিন ডি ব্রুইনা। মাঝমাঠের দুই বড় অস্ত্রকে ছাড়া নিউক্যাসলের মাঠে ভুগতে হয়েছে ম্যান সিটিকে। এরপরও শুরুতে এগিয়ে গিয়েছিল গার্দিওলার দল। ৩৫ মিনিটে সফরকারীদের লিড এনে দেন ইয়োস্কো গার্দিওল। জ্যাক গ্রিলিশের পাস ধরে জাল খুঁজে নেন এই লেফট ব্যাক।
গোলশোধে মরিয়া নিউক্যাসল বেশ কয়েকবার কাঁপিয়ে দেয় ম্যান সিটির রক্ষণ। একবার এদেরসনের দারুণ সেভে গোল পাওয়া হয়নি তাদের। তবে ব্রাজিলিয়ান এই গোলকিপারের ‘সৌজন্যে’ই ৫৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।
A strong showing from @NUFC to frustrate @ManCity and earn a point at St James' Park 🤝#NEWMCI pic.twitter.com/w4H5hQ5UdF
— Premier League (@premierleague) September 28, 2024
নিউক্যাসল ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের সঙ্গে ওয়ান টু ওয়ানে ফাউল করেন এদেরসন। বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিতে ঝাঁপিয়ে পড়া ব্রাজিলিয়ান গোলকিপারের হাতে লেগে পড়ে যান এই ইংলিশ ফরোয়ার্ড। রেফারি বাজান পেনাল্টির বাঁশি।
স্পট কিক থেকে পাওয়া সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে নিউক্যাসলকে সমতায় ফেরান গর্ডন। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখে ম্যান সিটির কাছ থেকে মহামূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বিপরীতে ঘরের মাঠে আর্সেনালের পর সেন্ট জেমস পার্ক থেকেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ম্যান সিটি।