Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বাধ্য হয়ে আলভারেসকে ছাড়ছে ম্যান সিটি

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও হুলিয়ান আলভারেস। ছবি: টুইটার
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও হুলিয়ান আলভারেস। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

বয়স মাত্র ২৪। এই বয়সেই ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন হুলিয়ান আলভারেস। ম্যানচেস্টার সিটিতেও জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। কিন্তু নতুন মৌসুমে আর ইত্তিহাদে থাকতে চাইছেন না এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফলে বাধ্য হয়ে আলভারেসকে ছাড়তে হচ্ছে বলে জানিয়েছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা।

আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন আলভারেস। ম্যানসিটিতে ভিজেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের সাফল্যে। বড় মঞ্চে জ্বলে ওঠার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। এমন একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়কে কোনোভাবেই ছাড়তে চায়নি ম্যান সিটি। কিন্তু আলভারেস প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকতে রাজি নন। তিনি ম্যান সিটি কর্তৃপক্ষকে জানিয়েছেন, ইত্তিহাদ ছাড়তে চান।

খেলোয়াড় নিজে যখন থাকতে চাইছেন না, তখন ম্যান সিটি কীভাবে আটকাবে! সংবাদ সম্মেলনে গার্দিওলা সেটাই জানিয়েছেন। কোনও খেলোয়াড়কে জোর করে আটকে রাখার পক্ষে নন এই কোচ।

২০২২ সালে রিভার প্লেট থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছেন আলভারেস। গত দুই বছরে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে গার্দিওলা বলেছেন, “খেলোয়াড়দের কী করতে হবে, সেটা বলতে আমি পছন্দ করি না। চুক্তি থাকতেই পারে, তবে চাইলে সেটা ভাঙাও যায়। আপনি যদি খুশি না থাকেন, তাহলে থাকবেন কেন?”

ইউরোপিয়ান মিডিয়ার খবর, আতলেতিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন আলভারেস। ইএসপিএন জানিয়েছে, ৯৫ মিলিয়ন ইউরোতে মাদ্রিদের ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন এই আর্জেন্টাইন। গার্দিওলাও নিশ্চিত করেছেন, আলভারেসের নতুন ঠিকানা হতে যাচ্ছে আতলেতিকো।

গার্দিওলার বক্তব্য, “, “চমৎকার ব্যবহারের জন্য দলের সবাই তাকে (আলভারেস) ভালোবাসে। কিন্তু আমি অনেকবার খেলোয়াড়দের সম্পর্কে বলেছি- যদি সে চলে যেতে চায় এবং নতুন চ্যালেঞ্জ নিতে চায়…। আতলেতিকো স্পেনের ও ইউরোপের অন্যতম বড় ক্লাব। যখন তারা আমাকে জানায় সে (আলভারেস) ক্লাব ছেড়ে যেতে চায়, আমি বলেছি ঠিক আছে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত