Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

গোল উৎসবে নতুন রেকর্ড ম্যান সিটির

halaand-4
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচ ইনজুরি টাইমের গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। উলভারহ্যাম্পটনের মাঠ থেকে জেতার পর ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছিলেন, তার দল দেরিতে জিততে অভ্যস্ত নয়। সেকারণেই কিনা চ্যাম্পিয়নস লিগে আগেভাগেই জয় নিশ্চিত করে নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে স্পার্তা প্রাগকে উড়িয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়েছে তারা।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে চেক ক্লাবকে ৫-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। আর একবার করে জাল খুঁজে নিয়েছেন ফিল ফডেন, জন স্টোনস ও মাথিয়াস নুনেস।

ঘরের মাঠে স্পার্তার বিপক্ষে তাদের জয়টা প্রত্যাশিত ছিল। দাপুটে ফুটবলে চেক ক্লাবকে দাঁড়াতেই দেয়নি। সহজ জয়ে চ্যাম্পিয়নস লিগে একটা রেকর্ডও গড়েছে সিটিজেনরা। ইউরোপসেরার লড়াইয়ে এখন টানা সবচেয়ে বেশি ম্যাচ অজেয় থাকা দল ম্যান সিটি। টানা ২৬ ম্যাচ হারেনি গার্দিওলার দল (১৮ জয় ও ৮ ড্র)। ইংলিশ ক্লাবটি ভেঙে দিয়েছে নগরপ্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

ইতিাহদের গোল উৎসবের ম্যাচে ম্যান সিটি এগিয়ে যায় তৃতীয় মিনিটে। ফডেনের লক্ষ্যভেদে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধে ওই একটি গোলই। দ্বিতীয়ার্ধে এসেছে ৪ গোল। যার দুটিই হলান্ডের। ৫৮ মিনিটের পর ৬৮ মিনিটে জাল খুঁজে নেন তিনি। এই স্ট্রাইকার পেয়েছেন চ্যাম্পিয়নস লিগের ২০ ও ২১তম গোল। সব মিলিয়ে তার ম্যাচ সংখ্যা মাত্র ২৩। নরওয়েজিয়ান স্ট্রাইকারের চেয়ে কম ম্যাচ খেলে ২০ গোল করার রেকর্ড রুদ ফন নিস্টলরয়ের। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের ২১ ম্যাচে করেছিলেন ২০ গোল।

উলভারহ্যাম্পটন ম্যাচে ম্যান সিটির জয়ের নায়ক ছিলেন স্টোনস। ইনজুরি টাইমের গোলে ৩ পয়েন্ট এনে দিয়েছিলেন তিনি। স্পার্তার বিপক্ষেও গোল পেয়েছেন এই ডিফেন্ডার। ৬৪ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। আর ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নুনেস গোল করলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

লিভারপুর জিতলেও হেরেছে আতলেতিকো

জিতেছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুর। লাইপজিগের মাঠ থেকে ফিরেছে ১-০ গোলের জয় নিয়ে। ২৭ মিনিটে দারউইন ‍নুনেসের একমাত্র গোলে জার্মানি থেকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে অলরেডস। তবে ঘরের মাঠে হেরে গেছে আতলেতিকো মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল লিল। মাদ্রিদের অভিজাতদের নিজেদের মাঠে হারিয়েছিল ফরাসি ক্লাবটি। এবার মাদ্রিদে গিয়েই হারাল স্পেনের রাজধানীর আরেক ক্লাব- আতলেতিকোকে। শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে আতলেতিকোকে ৩-১ গোলে হারিয়েছে লিল।

ঘরের মাঠে অষ্টম মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে এগিয়ে যায় মাদ্রিদের ক্লাবটি। তবে ৬১ মিনিটে এদোন জেগ্রোভার গোলে সমতায় ফেরে লিল। এরপর জোনাথান ডেভিডের জোড়া গোলে জয় নিশ্চিত ফরাসি ক্লাবটির। ২৪ বছর বয়সী ফরোয়ার্ড পেনাল্টি থেকে জাল খুঁজে নিয়ে এগিয়ে নেন দলকে। আর ৮৯ মিনিটে আরেকবার বল জালে জড়িয়ে নিশ্চিত করেন লিলের জয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত