পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মনু (৪২) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের মদনপুর এলাকার প্রয়াত কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ বলছে, নিহত মনু এলাকায় সন্ত্রাসী হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মনু দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। তবে বন্দর উপজেলার পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার কুতুবপুর এলাকায় বসবাস করা মামির মৃত্যু খবরে শুক্রবার দুপুরে নিজ বাড়িতে আসেন তিনি।
তিনি জানান, বিকালে মনুর উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষের লোকজন এসে তাকে ঘর থেকে বের করে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্বামী হত্যার বিচার চেয়ে নিহত মনুর স্ত্রী সাবিনা আক্তার বলেন, “ওই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি বাহিনী আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।”
হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে উল্লেখ করে ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।