রুড ফন নিস্তেলরয়কে নিয়ে যারা স্বপ্ন দেখছিলেন তাদের আশা ভঙ্গ হলো। সাবেক এই ম্যানইউ লিজেন্ড নয় দলটির নতুন কোচ হয়েছেন পর্তুগীজ রুবেন আমোরিম। দুই সপ্তাহ পর ডে ডেভিলসদের দায়িত্ব নিতে ম্যানচেস্টারে পৌঁছবেন তিনি। এই কোচের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছে ম্যানইউ।
গত সোমবার ব্যর্থতার দায়ে এরিক টেন হাগকে বরখাস্ত করে ইউনাইটেড। ডাচ কোচের অধীনে দলটির পারফরম্যান্স কেবল বাজে হচ্ছিল। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে ম্যানইউ।
টেন হাগের বিদায়ের পর দলটির কোচ হওয়ার দৌড়ে আলোচনায় এগিয়ে ছিলেন আমোরিম। তার সঙ্গে ইংলিশ কোন ক্লাবের নাম এবারই প্রথম যুক্ত হয়নি। এর আগে ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ছাড়ার পর আমোরিমের অ্যানফিল্ডে আসার কথা ছিল। কিন্তু হয়নি। তাই এবারও অমোরিমের ইংল্যান্ড আসা সত্যি হবে কিনা তা নিয়ে গুঞ্জন ছিল।
সেই গুঞ্জন দূর করেছে রেড ডেভিলস কর্তৃপক্ষ। নিজেদের ফেসবুক পেজে নতুন কোচের ছবি সংযুক্ত এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছে তারা।
নতুন কোচ নিযুক্ত হলেও ম্যানইউ আগামী তিন ম্যাচ অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে খেলবে। টেন হাগের বিদায়ের পর আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক ডাচ স্ট্রাইকার। এর আগে তিনি টেন হাগের সহকারীর ভূমিকায় ছিলেন। তাঁর অধীন লেস্টার সিটিকে ৫–২ গোলে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউনাইটেড।
২০১৩ সালে কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসন বিদায়ের পর অনেক কোচ বদল করলেও প্রিমিয়ার লিগ জিততে পারেনি তারা। ফার্গুসনের বিদায়ের পর আমোরিম হতে যাচ্ছেন পূর্ণ মেয়াদে ক্লাবটির দায়িত্ব নেওয়া ষষ্ঠ কোচ।
এর আগে এই সপ্তাহে স্পোর্টিং লিসবন জানায় ইউনাইটেড আমোরিমের জন্য ১ কোটি ১০ লাখ ইউরো রিলিজ ক্লজ দিতে রাজি হয়েছে। এ ঘোষণার পর আমোরিমের ইউনাইটেডে যাওয়া ছিল সময়ের ব্যাপার। ২০২০ সালে দায়িত্ব নেওয়ার পর লিসবনকে আমূল বদলে দেন আমোরিম। তাঁর অধীন দুটি লিগ শিরোপাসহ গত ৪ বছরে পাঁচটি ট্রফি জিতেছে পর্তুগিজ ক্লাবটি।