Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাসে ঢুকে পড়া সেই যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার জুবায়ের এলাহী
গ্রেপ্তার জুবায়ের এলাহী
[publishpress_authors_box]

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাসরুমে ঢুকে বিশৃঙ্খলা করা সেই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম জুবায়ের এলাহী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকার বাসিন্দা।

সোমবার কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেডিকেল কলেজটির একটি লেকচার গ্যালারিতে ক্লাস চলাকালে লাঠি হাতে ঢুকে পড়েন এক যুবক। মাথায় কালো কাপড় বাঁধা ওই যুবককে ভিডিওতে চিৎকার করে কিছু বলতে এবং লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে দেখা যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ক্লাস ছাড়েন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, “গত ২৭ অক্টোবর সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের দ্বিতীয় তলার এক নম্বর গ্যালারিতে একজন যুবক লাঠি হাতে প্রবেশ করে। সে লাঠি হাতে গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ ও চিৎকার চেঁচামেচি শুরু করে। এই সময় গ্যালারিতে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ছিল, তারা ভয়ে সেখান থেকে বের হয়ে যায়। যুবকটি বিভ্রান্তের মতো এদিক ওদিক ছোটাছুটি করে মেডিকেল কলেজ ত্যাগ করে।”

ডিএমপি জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক অনুসন্ধান এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে সনাক্ত করা হয়। কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজটি নিয়ে নানারকম বিভ্রান্তি ও গুজব ছড়ানো হচ্ছে উল্লেখে করে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করেছে ডিএমপি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত