Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ম্যানসিটির বিপর্যয়, দিয়াজের হ্যাটট্রিক

টানা তিন ম্যাচ হারলো ম্যানসিটি। ছবি : এক্স
টানা তিন ম্যাচ হারলো ম্যানসিটি। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

এমন দুঃসময় কমই এসেছে ম্যানচেস্টার সিটির। লিগ কাপ থেকে বিদায়ের পর প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে হার। ঠিক পরের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিং লিসবন ৪-১ গোলে বিধ্বস্ত করল চোট জর্জর ম্যানসিটিকে। ২০১৮ সালের এপ্রিলের পর এবারই প্রথম টানা তিন ম্যাচ হারল গার্দিওলার দল।

২০১৬ সালের অক্টোবরের পর চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম হজম করল চার গোল। হ্যাটট্রিক করেছেন ভিক্তর ইয়োকেরেস। অপর গোলটি মাক্সিমিলিয়ানো আরাউহোর। ম্যানসিটির হয়ে একমাত্র গোল ফিল ফোডেনের।

হ্যাটট্রিক করেছেন ভিক্তর ইয়োকেরেস।

চ্যাম্পিয়নস লিগের ফল

লিভারপুল ৪: ০ লেভারকুজেন

স্পোর্তিং লিসবন ৪ : ১ ম্যানসিটি

পিএসভি ৪ : ০ জিরোনা

সেল্টিক ৩ : ১ লাইপজিগ

সময়টা খারাপ চলছে বলে হলান্ডের মতো গোল মেশিন করেছেন পেনাল্টি মিস! স্পোর্তিং লিসবনের কোচ রুবেন আমোরিম দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার সিটির। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে তার বিদায়ী ম্যাচটা সতর্কবার্তা হয়ে থাকল প্রিমিয়ার লিগের দলগুলোর জন্য।

লিভারপুলের হয়ে হ্যাটট্রিক করেন লুইস দিয়াজ ।

গার্দিওলাও অভিনন্দন জানিয়েছেন তাদের , ‘‘৪–১ গোলে হারের পর বেশি কিছু বলার নাই। অভিনন্দন স্পোর্তিং লিসবনকে।’’

চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে নিজেদেরই সাবেক তারকা জাবি আলোনসোর লেভারকুজেনের মুখোমুখি হয়েছিল লিভারপুল।

 লুইস দিয়াজের হ্যাটট্রিকে লেভারকুজেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অপর গোলটি কোডি গাকপোর।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত