প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ফিরে পেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে লুটন টাউনকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে তারা। সফরকারীদের বিধ্বস্ত করেছে ৫-১ গোলে।
এই জয়ে গত নভেম্বরের পর আবারও প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ফিরে পেল ম্যান সিটি। ৩২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৩। ২ পয়েন্ট পিছিয়ে থেকে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আর্সেনাল ও লিভারপুল। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
শনিবার (১৩ এপ্রিল) ইত্তিহাদ স্টেডিয়ামে লুটনকে নিয়ে আক্ষরিক অর্থেই খেলেছে ম্যান সিটি। ম্যাচের শুরুতেই তারা এগিয়ে যায় আত্মঘাতী গোলে। দ্বিতীয় মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন লুটনের দাইকি হাশিওকা। প্রথমার্ধে আরও কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি তারা। ফলে ১-০ গোলের স্কোরলাইন রেখে ম্যান সিটিকে যেতে হয় বিরতিতে।
দ্বিতীয়ার্ধে তারা আরও চড়াও হয় সফরকারীদের ওপর। সফলও হয় তারা। ৬৪ মিনিটে স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে মাতেও কোভাচিচের গোলে। এরপর ৭৬ মিনিটে ম্যান সিটি ৩-০ গোলে এগিয়ে যায় আর্লিং হলান্ডের পেনাল্টিতে।
লুটন অবশ্য ভেঙে পড়েনি। ম্যান সিটির রক্ষণের পরীক্ষা নিয়ে ৮১ মিনিটে ব্যবধান কমায়। গোল খুঁজে নেন রস বার্কলি। কিন্তু ওই গোল হজমটাই যেন আরও ভয়ঙ্কর করে তোলে সিটিজেনদের। শেষ বাঁশি বাজার আগে তারা আরও দুইবার বল জড়ায় লুটনের জালে।
৮৭ মিনিটে গোল করেন জেরেমি ডকু। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ইয়োস্কো গাভারদিওলের লক্ষ্যভেদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।