ম্যাচের তখন অষ্টম মিনিট। ব্রুনো ফের্নান্দেসের বাড়ানো বল বক্সের বাইরে থেকে নেওয়া শটে জালে জড়ান মার্কাস রাশফোর্ড। ইতিহাদ স্তব্ধ হয়ে যায় শুরুতেই।
ম্যানচেস্টার ডার্বির ৯০ মিনিট এই সামান্য সময়ই যা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। বাকি গল্পটা ম্যানচেস্টার সিটির। দাপুটে ফুটবল খেলে আজ (রবিবার) পেপ গার্দিওলার দল জিতেছে ৩-১ গোলে। জোড়া গোল ফিল ফোডেনের। অপর গোলটি হলান্ডের। ম্যানচেস্টার ডার্বির রং তাই নীলই থাকল।
একটা সময় দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাত্তাই পেত না ম্যানসিটি। ২০১৬ সালে পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর বদলে যেতে থাকে ছবিটা। সর্বশেষ ৯ ডার্বিতে ম্যানসিটি জিতল ৭ ম্যাচ। ম্যানইউর জয় কেবল ২টি।
এই জয়ে শিরোপার লড়াইয়ে ভালোভাবে রইল ম্যানসিটি। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তারা আছে দুইয়ে। চূড়ায় থাকা লিভারপুলের সমান ম্যাচে পয়েন্ট ৬২। ৪৪ পয়েন্ট নিয়ে এক সময়ের প্রতাপশালী ম্যানইউ আছে ছয় নম্বরে।
ইতিহাদে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ম্যানসিটির বলের দখল ৭৩.৮ শতাংশ। তারা পোস্টে শট নিয়েছে ২৭টি, লক্ষ্যে ছিল এর ৮টি। সেখানে ম্যানইউ পোস্টে শট নিতে পেরেছে কেবল ২টি, গোল ১টি। এই পরিসংখ্যানেই ফুটে উঠেছে ম্যানসিটির দাপট।
রাশফোর্ড-এর সেই গোলের পর ম্যানসিটি সমতা ফেরায় ৫৬ মিনিটে। রদ্রির পাস জালে জড়িয়ে স্বস্তি ফেরান ফোডেন। ইউলিয়ান আলভারেসের অ্যাসিস্টে সেই ফোডেনই মানসিটিকে এগিয়ে দেন ৮০ মিনিটে। ইনজুরি টাইমে ম্যানইউর কফিনে শেষ পেরেকটি ঠুকেন হলান্ড।