উলভসের মাঠে দাপটেই খেলল ম্যানচেস্টার সিটি। তাদের বল দখল ছিল ৭৮ শতাংশ। পোস্টে শট নিয়েছে ২২টা, লক্ষ্যে ছিল এর ৭টা। তারপরও প্রিমিয়ার লিগে পয়েন্ট হারাতে বসেছিল পেপ গার্দিওলার দল।
নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটেও উলভসের বিপক্ষে ম্যাচে সমতা ছিল ১-১ গোলে। পঞ্চম মিনিটে জন স্টোনসের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় পায় ম্যানসিটি।
এই জয়ে টানা ৩১ ম্যাচ লিগে অপরাজিত রইল ম্যানসিটি। এটা তাদের ক্লাব ইতিহাসের রেকর্ড। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গার্দিওলার দল এখন শীর্ষে। এক ম্যাচ কম খেলা লিভরপুলের পয়েন্ট ১৮।
বিরতির আগে উলভসের অর্ধে ২৭৮টা পাস খেলেছিল ম্যানসিটি। সর্বশেষ সাড়ে তিন বছরে প্রিমিয়ার লিগে এটাই সর্বোচ্চ। তারপরও ইয়োর্গান লারসেনের সপ্তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল উলভস।
৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট শটে সমতা ফেরান জসকো গাভারদিওল। এরপর যোগ করা সময়ে ফিল ফোডেনের ক্রস থেকে নেওয়া হেডারে নাটকীয় জয় ম্যানসিটির।
রেফারি ভিএআরে গোলটা যাচাই করতে গেলে উচ্ছ্বসিত হয়ে উঠে গ্যালারি। তবে রেফারির গোলের সংকেতের পর চুপসে যায় তারা।