Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ইউরোপা লিগের নকআউটে ইউনাইটেড-টটেনহাম

তিন নম্বরে থেকে সরাসরি ইউরোপার নকআউট নিশ্চিত করেছে ইউনাইটেড। ছবি : এক্স
তিন নম্বরে থেকে সরাসরি ইউরোপার নকআউট নিশ্চিত করেছে ইউনাইটেড। ছবি : এক্স
[publishpress_authors_box]

প্রিমিয়ার লিগে দুঃসময় চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের। সেই তারা ইউরোপা লিগে খেলছে দারুণ ছন্দে। নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টে গ্রুপে তিন নম্বরে থেকে সরাসরি নকআউট নিশ্চিত করল তারা।

চ্যাম্পিয়নস লিগের মতোই ৩৬ দলের মধ্যে সেরা ৮-এ থাকা ক্লাবগুলো খেলবে নকআউটে আর ৯ থেকে ২৪ নম্বরের দলগুলো প্লে-অফে। ম্যানইউর পাশাপাশি সেরা ৮-এ থেকে নকআউট নিশ্চিত করেছে ইংল্যান্ডের আরেক ক্লাব টটেনহামও। তারা আছে ৪ নম্বরে।

৪ নম্বরে থেকে ইউরোপার নকআউটে টটেনহাম।

বৃহস্পতিবার ইউনাইটেড ২-০ গোলে হারায় স্তুয়া বুখারেস্টকে। আর টটেনহাম ৩-০ গোলে হারায় এলফসবোর্গকে। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গোল করে রেকর্ড গড়েছেন টটেনহামের ১৭ বছর ১৭২ দিন বয়সী  মিকি মুর। ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী হিসেবে ইউরোপিয়ান টুর্নামেন্টে গোল করলেন তিনি। ১৭ বছর ২৪৫ দিনে গোল করার আগের রেকর্ডটা ছিল ১৯৫৭ সালে জিমি গ্রিভসের।

ইউরোপায় ইউনাইটেড ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে তিনে। চারে থাকা টটেনহামের পয়েন্ট ১৭। এছাড়া শীর্ষ দল লাৎসিও ৮ ম্যাচে পেয়েছে ১৯ পয়েন্ট। দুইয়ে থাকা অ্যাথলেতিকে ক্লাবের পয়েন্টও ১৯, তবে গোল গড়ে পিছিয়ে তারা। শেষ ম্যাচে ব্রাহার কাছে ১-০ গোলে হেরেও শীর্ষস্থান থেকে সরানো যায়নি লাৎসিওকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত