Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

অভিষেকে জিকর্জির গোলে জয়ে শুরু ম্যানইউর

zicorzi
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

২৩ বছর আগে রুড ফন নিস্টলরয় অভিষেকে গোল করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। প্রতিপক্ষ ছিল ফুলহাম। সেই ফুলহামের বিপক্ষে আকেক ডাচ ফরোয়ার্ড ইয়োশুয়া জিকর্জি গোল করলেন অভিষেকে। রুড ফন নিস্টলরয় ডাগআউটে থেকে (তিনি এখন ম্যানইউর কোচিং স্টাফের সদস্য) জানালেন অভিনন্দন।

প্রিমিয়ার লিগে জিকর্জির ৮৭ মিনিটের গোলে কাল ফুলহামের বিপক্ষে ১-০ গোলের জয়ে মৌসুম শুরু করল ম্যানইউ। বোলোনিয়া থেকে ৪৭.৩ মিলিয়ন ডলারে আসা এই খেলোয়াড়কে নিয়ে ম্যাচ শেষে কোচ এরিক টেন হাগ জানালেন, ‘‘দেখুন ও ডাচ, ইংলিশ, রাশিয়ান নাকি দক্ষিণ আফ্রিকান-তাতে কিছু যায় আসে না। এটা ম্যানচেস্টার ইউনাইটেড আর জিকর্জি আমাদের খেলোয়াড়। একজন ফরোয়ার্ডের জন্য বদলি হিসেবে নেমে প্রথম ম্যাচে গোল করাটা দারুণ ব্যাপার।’’

প্রথম ম্যাচে গোল পোয়ে খুশি জিকর্জিও, ‘‘গোল পেয়েছি, দল জিতেছে-এর চেয়ে ভালো অভিষেক আর কী হতে পারত। ম্যানইউ অনেক বড় ক্লাব। নিজেদের লক্ষ্য অর্জনে আমরা কঠোর অনুশীলন করে চলেছি।’’

৫৫.১ শতাংশ বলের দখল রেখে ফুলহামের পোস্টে ১৪টা শট নিয়েছিল ম্যানইউ, লক্ষ্যে ছিল ৫টি। সেখানে ১০টি শট নিয়ে ফুলহাম লক্ষ্যে রেখেছিল কেবল ২টি।

২৭ মিনিটে ব্রুনো ফের্নান্দেস আর ৩৭ মিনিটে ম্যাসন মাউন্টের কাছ থেকে নেওয়া শট ঠেকিয়েছিলেন ফুলহাম গোলররক্ষক লেনো। ৬১ মিনিটে বদলি হয়ে নেমেছিলেন জিকর্জি। ম্যাচ শেষের তিন মিনিট আগে কাসেমিরোর কাছ থেকে পাওয়া বলে গারনাচোর ক্রস পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

ইনজুরি টাইমে রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে খুব কাছে থেকে নেওয়া গারনাচোর শট অবিশ্বাস্যভাবে বাইরে না গেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত ম্যানইউ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত