Beta
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২ নভেম্বর, ২০২৪

থাইল্যান্ডে দাবায় তৃতীয় বাংলাদেশের মনন

থাইল্যান্ডে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে তৃতীয় হয়েছে মনন রেজা নীড়। ছবি: সংগৃহীত।
থাইল্যান্ডে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে তৃতীয় হয়েছে মনন রেজা নীড়। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

থাইল্যান্ডের সিএডি নাখন নায়ক আন্তর্জাতিক দাবায় তৃতীয় হয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়।

৯ রাউন্ডের খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৫ জনের সঙ্গে দ্বিতীয় স্থানে জন্য টাই করে টাইব্রেকিংয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কিশোর দাবাড়ু । সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সপ্তম ও ফিদে মাস্টার নাইম হক অষ্টম হয়েছেন।

সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার তৈয়বুর রহমান হয়েছেন ১৪তম।

মঙ্গলবার নবম ও শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার বেডমাটসিরিনভ ওলেগের সঙ্গে, শাকিল ভারতের এ আরাভ ও নাইম হক ভারতের আপার সাক্সেনার সঙ্গে ড্র করেন।

দাবার বোর্ডে মগ্ন মনন রেজা নীড়। থাইল্যান্ডের টুর্নামেন্টে। ছবি: সংগৃহীত।

ফিদে মাস্টার তৈয়বুর রহমান হারিয়েছেন রাশিয়ার ক্রিস্টোপভ  কন্সটেনটিনকে।

ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার বারনাডস্কি ভিতালি ৭ পয়েন্ট পেয়ে হয়েছেন চ্যাম্পিয়ন।

এই টুর্নামেন্ট খেলার পর মননের ২৪ রেটিং ও ফিদে মাস্টার নাইম হক ২০ রেটিং বেড়েছে।

১৩ টি দেশের ১জন গ্র্যান্ড মাস্টার, ২ আন্তর্জাতিক মাস্টার ও ৬ জন ফিদে মাস্টারসহ মোট ৩০ জন দাবাড়ু অংশ নেন এই টুর্নামেন্টে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত