Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বিশ্ব জুনিয়র দাবায় নীড় ও তাহসিনের জয়

Thu Tam3
[publishpress_authors_box]

বিশ্ব জুনিয়র দাবায় জয়ে ফিরেছেন বাংলাদেশের দুই দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

পাঁচ ম্যাচে দুই জয়, দুই হার ও এক ড্র নীড়ের। তাহসিনের জয় দুটি, এক ম্যাচে পেয়েছেন ওয়াকওভার। দুটি ম্যাচে হেরেছেন তাহসিন।

পঞ্চম রাউন্ডে জিতেছেন দুজনই। পাঁচ রাউন্ড শেষে তাহসিন তিন পয়েন্ট নিয়ে ৪২তম আর নীড় আড়াই পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৯৩ নম্বরে।  

চতুর্থ রাউন্ডে নীড় উজবেকিস্তানের ক্যান্ডিডেট মাস্টার মিরাজিজকে কালো ঘুটি নিয়ে হারিয়েছেন । এই ম্যাচ জেতায় রবিবার ইতালিয়ান ফিদে মাস্টারের (২২৬৯) সঙ্গে খেলবেন নীড়। তার রেটিং ২৪৩১।

অন্য দিকে তাহসিন ওয়েলসের দাবাড়ুকে কালো ঘুটি নিয়ে হারান। তাহসিনের রেটিং ২৩২৩। ওয়েলসের দাবাড়ুর রেটিং তার চেয়ে কম। রবিবার ষষ্ঠ রাউন্ডে তাহসিনের প্রতিপক্ষ নরওয়ের আন্তর্জাতিক মাস্টার আকসেল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত