Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফিজি সুন্দরী প্রতিযোগিতা: বিজয়ী ২ দিন পর জানলেন মুকুট তার নয়

সেরা সুন্দরীর মুকুট পরার দুই দিন পর মানশিকা প্রাসাদ (ডানে) জানতে পারেন তিনি নন সেরা সুন্দরী ন্যাদিন রবার্টস (বামে।) ছবিটি সামাজিক মাধ্যম থেকে নেয়া।
সেরা সুন্দরীর মুকুট পরার দুই দিন পর মানশিকা প্রাসাদ (ডানে) জানতে পারেন তিনি নন সেরা সুন্দরী ন্যাদিন রবার্টস (বামে।) ছবিটি সামাজিক মাধ্যম থেকে নেয়া।
[publishpress_authors_box]

সেরা সুন্দরী হিসেবে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে ছিলেন মঞ্চে। আর দুই দিন পর জানলেন কিনা পুরস্কার তার যোগ্যই নন তিনি। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে ফিজির এক সুন্দরী প্রতিযোগীতাকে কেন্দ্র করে।

এমন বিব্রতকর ঘটনাটি ঘটেছে ২৪ বছর বয়সী এমবিএ ছাত্রী মানশিকা প্রাসাদের সঙ্গে। দ্বীপরাষ্ট্র ফিজির পার্ল রিসোর্ট অ্যান্ড স্পাতে বসেছিল দেশের সেরা সুন্দরী নির্বাচনের এই প্রতিযোগিতা।  

জয়ী হবার দুই দিন পর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাসাদ জানতে পারেন, ফলাফলে “গুরুতর নীতি লঙ্ঘন” এর ঘটনা ঘটেছে। আর তার কয়েক ঘন্টা পর মানশিকা প্রাসাদকে জানানো হয় নভেম্বরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে তার মেক্সিকো যাওয়া হচ্ছে না। তার পরিবর্তে রানারআপ ন্যাদিন রবার্টস যাবেন ফিজির হয়ে অংশ নিতে।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়ী যাচাইয়ে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। প্রাসাদকে বিজয়ী করতে নাকি কারচুপির আশ্রয় নেওয়া হয়।

মেক্সিকোতে মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় মানশিকা প্রাসাদের (বামে) যাওয়া হচ্ছে না। তার বদলে যাবেন রানারআপ হওয়া ন্যাদিন রবার্টস।

বিজয়ী হবার দুই দিন পর মুকুট কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ মানশিকা প্রাসাদ আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রাসাদের অভিযোগ, তার অধিকার লঙ্ঘন করা হয়েছে।  

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যরাও এ ঘটনায় সন্তুষ্ট নন। তাদের অনেকেই এমন কান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।

ফিজির বিনোদন জগতের অনেকেই মনে করছেন, এমন ঘটনায় মিস ফিজি প্রতিযোগিতার সুনাম ক্ষুন্ন হয়েছে। এই কেলেঙ্কারীর ফলে ইভেন্টটির স্বচ্ছতা এবং ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তাদের মতে এই  ঘটনায় প্রভাব পড়বে সরাসরি স্পন্সরদের ওপর।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত