ইংল্যান্ড-ভারত সিরিজ এতদিন ইংল্যান্ডের মাটিতে হয়েছে পাতৌদি ট্রফি নামে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট ম্যাচের ৭৫ বছর পূর্তিতে ভারতীয় সাবেক অধিনায়ক মনসুর আলি খান পাতৌদিকে সম্মান জানাতে করা হয়েছিল এটা। তবে ২০ জুন লিডসে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ডের নতুন সিরিজে সেই নাম বদলে ফেলা হয়েছে। এই সিরিজের নতুন নামকরণ করা হয়েছে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি।
দুই দেশের দুই কিংবদন্তিকে সম্মান দেখাতেই এমন সিদ্ধান্ত। শুধু ভারত নয় টেস্ট ইতিহাসেই সর্বোচ্চ রান টেন্ডুলকারের আর ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসন। তবে এই দুজনকে সম্মান দেখাতে গিয়ে পাতৌদির নাম সরানোয় কড়া সমালোচনা হচ্ছিল। ইসিবি কর্তাদের একহাত নিয়েছিলেন সুনীল গাভাস্কার। আসরে নামেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ পর্যন্ত।
এরই মাছে টেন্ডুলকারের প্রস্তাব মেনে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসিবি কর্তারা। টেন্ডুলকার অনুরোধ করেন, নাম বদল হলেও পাতৌদির নাম যেন এই সিরিজের সঙ্গে যুক্ত থাকে। সেই অনুরোধ রেখেছেন ইসিবি কর্তারা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, জয়ী দলের অধিনায়ককে যে পদক দেওয়া হবে, তা হবে পাতৌদির নামে।
মনসুর আলী খান পাতৌদি ৪০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ভারতকে। ১৯৬৭ সালে তার নেতৃত্বে প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত (বিপক্ষ নিউজিল্যান্ড)। তার বাবা ইফতিখার আলী খেলেছেন ভারত-ইংল্যান্ড দুই দেশের হয়েই।