Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এনডোর্সমেন্টের লাইন, ২০ লাখের মনু কোটি ছাড়িয়ে

অলিম্পিক সাফল্যে মনু ভাকেরের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে কয়েক গুণ। ছবি: টুইটার
অলিম্পিক সাফল্যে মনু ভাকেরের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে কয়েক গুণ। ছবি: টুইটার
[publishpress_authors_box]

ভারতের ক্রীড়াঙ্গনের আকাশে নতুন তারা হয়ে জ্বলে উঠেছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিকে তিনি জোড়া পদক জেতার পর এন্ডোর্সমেন্টের জন্য রীতিমতো লাইন পড়ে গেছে। ব্র্যান্ডগুলো তাকে দিয়ে বিজ্ঞাপন করাতে উঠেপড়ে লেগেছে। তাতে মার্কেট ভ্যালু তরতরিয়ে বেড়েছে। সেটা এতটাই যে, আগে যে কাজে ২০ লাখ রুপি নিতেন, সেই কাজের জন্য এখন মনু নিবেন কোটি টাকারও বেশি!  

প্যারিস অলিম্পিকের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে পদকের খাতা খুলেছিলেন মনু। এরপর ১০ মিটার এয়ার পিস্তলের দলগতও ইভেন্টেও সরবজ্যোত সিংয়ের সঙ্গে মিলে ব্রোঞ্জ জিতেছেন ২২ বছর বয়সী হরিয়ানার এই শুটার।

ভারতে তারকাখ্যাতি তার আগেই ছিল। তবে ব্র্যান্ড ভ্যালু এতটা ছিল না। প্যারিসে সাফল্যের আলোয় আলোকিত হওয়ার পর নামী সব প্রতিষ্ঠান তাকে বিজ্ঞাপনে পেতে চাইছে। নতুন করে ৪০টি প্রতিষ্ঠান মনুর সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। স্বভাবতই মনুর মার্কেট ভ্যালুতে আগুন লেগেছে।

এই শুটারের ব্র্যান্ড ম্যানেজমেন্টর দায়িত্বে রয়েছে আইওএস স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর নীবর তমার জানিয়েছেন, মনুর ব্যান্ড ভ্যালু বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।

সংবাদ মাধ্যমকে নীরব বলেছেন, “গত দুই-তিন দিনে ৪০টি প্রতিষ্ঠান মনুর সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে। আমরা এই মুহূর্তে স্বল্পমেয়াদি কোনও চুক্তির কথা ভাবছি না। যা হবে সব দীর্ঘমেয়াদি। অলিম্পিকে জোড়া পদক জেতার পর মনুর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে পাঁচ থেকে ছয় গুণ। (এনডোর্সমেন্টের জন্য) আগে যেখানে আমরা ২০ থেকে ২৫ লাখ রুপি নিতাম, এখন সেটা দেড় কোটি রুপির আশেপাশে হবে।”

আপাতত এক বছরের জন্য প্রস্তাব আসা এনডোর্সমেন্ট নিয়ে কাজ করছে মনুর ব্যান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। সময় এখন এতটাই সুখের যে, এক কিংবা তিন মাসের কোনও প্রস্তাবে সাড়া দিচ্ছে না তারা!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত